Thursday, December 18, 2025

বাংলাদেশ ইস্যুতে বাংলা জ্বলবে! বিজেপির অশান্তির চেষ্টাকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে বাংলা জ্বলবে, বিতর্কিত মন্তব্য করে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা বিজেপি বিধায়ক নেতাদের। কলকাতা শহরের বুকে মিছিল বিক্ষোভ করে বাংলাদেশের (Bangladesh) হিন্দু নেতা চিন্ময় দাসের (Chinmay Das) দ্রুত জেলমুক্তির দাবি জানালেও আদতে রাজ্যে এই দাবি তুলে বা তার জন্য আন্দোলন চালিয়ে যে আখেরে নজরে আসার চেষ্টা ছাড়া আর কোনও লাভ হবে না, স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেইসঙ্গে বিরোধী দলনেতাকে প্ররোচনামূলক বক্তব্য থেকে বিরত থাকার নিদান দিলেন তিনি।

চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক (MEA) ইতিমধ্যেই বাংলাদেশের উপর চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছে। তা সত্ত্বেও বাংলায় সেই আন্তর্জাতিক ইস্যু নিয়ে পারদ চড়ানোর চেষ্টা করছেন রাজ্যের বিজেপি নেতারা। বুধবার বিধানসভার অধিবেশনে হট্টোগোল পাকিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের (Bangladesh Dy High Commissioner) দফতর অভিযান করেন তাঁরা। একদিকে বিরোধী দলনেতা (LOP, Bidhansabha) দাবি করেন দুই দেশের সীমান্ত বন্ধ করে দিয়ে আন্দোলনে নামবে বাংলার মানুষ। বুধবার সীমান্ত জেলাগুলির বিজেপি বিধায়কদের নিয়ে ডেপুটি হাই কমিশনারের দফতর অভিযান করেন তাঁরা। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দাবি করেন দ্রুত বাংলাদেশে চিন্ময় দাসকে মুক্ত না করলে বাংলায় আগুন জ্বলবে।

যে আন্তর্জাতিক বিষয় নিয়ে এখনও কড়া অবস্থান নেয়নি খোদ কেন্দ্রের মোদি সরকার তা নিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টাকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের। কুণাল ঘোষ জানান, “কেন্দ্রের উচিত বিষয়টি নিয়ে কথা বলা। বাংলাদেশে (Bangladesh) যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে সেখানে রাজ্যের কিছু করার নেই। অথচ বিজেপি এখানে হট্টগোল পাকানোর চেষ্টা করছে, ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে।” সেই সঙ্গে তাঁর প্রশ্ন, “বিজেপি নেতারা এখানে লাফাচ্ছে কেন? বিষয়টা কেন্দ্রের। সেখানে তাঁদেরই নেতারা রয়েছেন। কিছু জানানোর হলে তাঁদের লিখিতভাবে জানাক বা তাঁদের কাছে গিয়ে দাবি করুক।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “এমনভাবে প্ররোচনামূলক কথা বলা উচিত নয় যাতে নতুন করে পরিস্থিতি জটিল হয়।”

spot_img

Related articles

চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

বুধবার পাহাড়ে নিয়োগ মামলায় ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরেই...

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...