Sunday, November 2, 2025

বাংলাদেশ ইস্যুতে বাংলা জ্বলবে! বিজেপির অশান্তির চেষ্টাকে কটাক্ষ কুণালের

Date:

প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে বাংলা জ্বলবে, বিতর্কিত মন্তব্য করে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা বিজেপি বিধায়ক নেতাদের। কলকাতা শহরের বুকে মিছিল বিক্ষোভ করে বাংলাদেশের (Bangladesh) হিন্দু নেতা চিন্ময় দাসের (Chinmay Das) দ্রুত জেলমুক্তির দাবি জানালেও আদতে রাজ্যে এই দাবি তুলে বা তার জন্য আন্দোলন চালিয়ে যে আখেরে নজরে আসার চেষ্টা ছাড়া আর কোনও লাভ হবে না, স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেইসঙ্গে বিরোধী দলনেতাকে প্ররোচনামূলক বক্তব্য থেকে বিরত থাকার নিদান দিলেন তিনি।

চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক (MEA) ইতিমধ্যেই বাংলাদেশের উপর চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছে। তা সত্ত্বেও বাংলায় সেই আন্তর্জাতিক ইস্যু নিয়ে পারদ চড়ানোর চেষ্টা করছেন রাজ্যের বিজেপি নেতারা। বুধবার বিধানসভার অধিবেশনে হট্টোগোল পাকিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের (Bangladesh Dy High Commissioner) দফতর অভিযান করেন তাঁরা। একদিকে বিরোধী দলনেতা (LOP, Bidhansabha) দাবি করেন দুই দেশের সীমান্ত বন্ধ করে দিয়ে আন্দোলনে নামবে বাংলার মানুষ। বুধবার সীমান্ত জেলাগুলির বিজেপি বিধায়কদের নিয়ে ডেপুটি হাই কমিশনারের দফতর অভিযান করেন তাঁরা। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দাবি করেন দ্রুত বাংলাদেশে চিন্ময় দাসকে মুক্ত না করলে বাংলায় আগুন জ্বলবে।

যে আন্তর্জাতিক বিষয় নিয়ে এখনও কড়া অবস্থান নেয়নি খোদ কেন্দ্রের মোদি সরকার তা নিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টাকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের। কুণাল ঘোষ জানান, “কেন্দ্রের উচিত বিষয়টি নিয়ে কথা বলা। বাংলাদেশে (Bangladesh) যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে সেখানে রাজ্যের কিছু করার নেই। অথচ বিজেপি এখানে হট্টগোল পাকানোর চেষ্টা করছে, ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে।” সেই সঙ্গে তাঁর প্রশ্ন, “বিজেপি নেতারা এখানে লাফাচ্ছে কেন? বিষয়টা কেন্দ্রের। সেখানে তাঁদেরই নেতারা রয়েছেন। কিছু জানানোর হলে তাঁদের লিখিতভাবে জানাক বা তাঁদের কাছে গিয়ে দাবি করুক।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “এমনভাবে প্ররোচনামূলক কথা বলা উচিত নয় যাতে নতুন করে পরিস্থিতি জটিল হয়।”

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version