Thursday, August 28, 2025

প্যান কার্ড বদল নিয়ে বিভ্রান্তি! এখনই আবেদন নয়, জানালো অর্থমন্ত্রক

Date:

প্যান কার্ডে (PAN Card) জুড়ে যাবে কিউআর কোড (QR Code), কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরই বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির ‘ডায়নামিক কিউআর কোড’-সহ প্যান কার্ড চালু করার কথা জানিয়েছে। কিন্তু এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে একগুচ্ছ প্রশ্ন তৈরি হয়েছে। এই কার্ড করে কী সুবিধা হবে? এখনই কী কার্ড বদল করতে হবে? পুরনো প্যান কার্ডের আয়ু কত দিন? নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে? হঠাৎ করে জনমানসে বিভ্রান্তি তৈরি হওয়ায় নয়া বার্তা দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Union Ministry of Finance)। দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না(existing PAN card holders are not required to apply for new PAN)। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও (PAN) বদলের প্রয়োজন আপাতত নেই।তবে কার্ডে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা অর্থাৎ ‘প্যান ২.০’ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

‘ডায়নামিক প্যান কার্ড’- সম্পর্কে কেন্দ্রের ঘোষণার পর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। অনেকে আবার QR কোডের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন। অর্থমন্ত্রক বলছে, ২০২৩-এর বাজেটেই বলা হয়েছিল যে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান-ই এ জন্য ব্যবহার করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল থাকলেও আগামিতে ‘প্যান ২.০’ চালু হলে একটিই পোর্টাল থাকবে। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা ‘প্যান ২.০’ চালু হওয়ার পরেও করা যাবে। এখনই এই নিয়ে চিন্তিত হওয়ার বা উদ্বেগের কিছু নেই।


Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version