বিপাকে ধড়কন গার্ল, শুক্রে রাজ-শিল্পার বাড়িতে ED হানা!

ফের খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। শুক্রবার সাতসকালে তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। মাস খানেক আগেই স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ আবার ইডি হানা।

মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেই তালিকায় রয়েছে রাজ -শিল্পার বাড়িও। আইপিএল বেটিং, নীলছবি মামলায় রাজের নাম উঠেছিল আগেই। এবার ৬৬০০ কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলাতেও নাম জড়িয়েছে রাজ কুন্দ্রার। যার জেরে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। এসব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করার মাঝেই বাজিগর গার্লের জীবনে নয়া বিপত্তি।