মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাছাই করতে গিয়ে নাজেহাল  বিজেপি

রাতারাতি শুরু হয়েছে একনাথ শিন্ডের ক্ষোভ প্রশমনের চেষ্টা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাছাই করতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছে বিজেপি৷ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিক্ষুদ্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডে কোনওভাবেই বিজেপির টোপ গিলতে রাজি নন৷ সূত্রের দাবি, দিল্লিতে শুক্রবার কাক ভোর পর্যন্ত চলা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজে একনাথ শিন্ডেকে বলেছিলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বিনা বাধায় দেবেন্দ্র ফড়নবিশকে বসতে দিলে একনাথ শিন্ডেকে দিল্লিতে নিয়ে এসে মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী করা হবে৷ শিন্ডে রাজি হননি, মুখের উপরে জবাব দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি কোনওভাবেই মহারাষ্ট্র ছাড়বেন না৷ একইসঙ্গে শিন্ডের দাবি, বিজেপি যখন দেবেন্দ্র ফড়নবিশকে রাজ্যের মুখ্যমন্ত্রী করার কথা ভাবছে, তখন একনাথ শিন্ডের হাতে তুলে দেওয়া হোক রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ৷  এই প্রস্তাবে মারাত্মক ভাবে চাপে পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷  একনাথ শিন্ডের হাতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ তুলে দেওয়া হলে তাঁর ক্ষমতা মুখ্যমন্ত্রীর থেকে কোনও অংশে কম হবে না, বরং রাজ্যের আইন শৃঙ্খলার উপরে পুরো কতৃত্ব করতে পারবেন একনাথ শিন্ডে, এটা আন্দাজ করতে পেরেই ব্যাকফুটে পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷  এই কারণেই শিন্ডের প্রস্তাবে সম্মতি জানাতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজে৷ সূত্রের খবর, তাঁর প্রস্তাব খারিজ হওয়ার পরেই দিল্লি থেকে মুম্বই ফিরে নিজের গ্রাম সাতারায় চলে গিয়েছেন একনাথ শিন্ডে৷ এর ফলেই বাতিল হয়েছে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জয়ী হওয়া শাসক শিবিরের তিন দল বিজেপি- শিবসেনা(শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি(অজিত গোষ্ঠী)-র বৈঠক৷ এর ফলে আরও চাপ বেড়েছে বিজেপির৷  রাতারাতি শুরু হয়েছে একনাথ শিন্ডের ক্ষোভ প্রশমনের চেষ্টা৷

সূত্রের দাবি, আগামী সোমবার দিল্লিতে ফের বৈঠকের আয়োজন করা হতে পারে যেখানে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ারের সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ এই বৈঠকের আগে শিন্ডে নিজের অনড় অবস্থান থেকে সরে আসেন কি না, সেদিকেই এখন চোখ সবার৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.