কবে কোথায় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ, অভিষেকের প্রশ্নে তথ্য গোপনের পথে হাঁটল কেন্দ্র

দেশের বিভিন্ন আদালত এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পরে কোন কোন সরকারি বা বেসরকারি পদে নিয়োগ করা হয়েছে ? কেন্দ্রীয় আইন মন্ত্রকের থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও হোঁচট খেয়ে তথ্য গোপনের রাস্তাতেই হেঁটেছে মোদি সরকার৷শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দাবি করেছেন, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিদের কবে কোথায় নিয়োগ করা হয়েছে তার কোনও হিসেব কেন্দ্রীয় সরকারের কাছে নেই৷এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতিদের নিজেদের প্রয়োজনে নিয়োগ করতে পারে ভারত সরকার, যে কোনও রাজ্য সরকার এমনকি অন্য কোনও সংস্থা৷ বিকেন্দ্রীকরণ পদ্ধতি প্রয়োগ করেই এই নিয়োগ হয়ে থাকে, সেই কারণেই কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.