প্রায় একমাস অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরে প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta, former IG)। শনিবার উত্তরপ্রদেশের বারাণসীর (Varanasi) হাসপাতালে তাঁর দেহাবসান হয়।

অক্টোবর মাসের ২৩ তারিখ গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময় তিনি বারাণসীতে (Varanasi) একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই নাক দিয়ে রক্তক্ষরণ হয়ে অচৈতন্য হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় বারাণসী ট্রমা সেন্টারে (BHU Trauma Centre)।
একমাসের বেশি সময় সেখানেই ভর্তি অবস্থায় তাঁর অবস্থার উন্নতি হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল তিনি সেরিব্রাল অ্যাটাকে (cerebral attack) আক্রান্ত হন। শনিবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
