Sunday, November 16, 2025

লোকসভায় তৃণমূল সাংসদদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা বিজেপির! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

ভোটের ময়দানে গো হারা হারার পরেও চক্রান্তের রাস্তা থেকে সরছে না বিজেপি৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু করেছে মোদি সরকার৷ এই চক্রান্তেরই অংশ হিসেবে তৃণমূল সাংসদের আভ্যন্তরীণ ঐক্য ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার, যেখানে তাদের পুরোনো আসন বিন্যাস ভেঙে লোকসভায় নতুন আসন বন্টন করা হয়েছে৷ এর জেরেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরে সরে গিয়েছেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে লোকসভার স্পিকারকে ই-মেল করে তাদের দলের অবস্থান জানাবেন বলে স্থির করেছেন৷ এই ইমেলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করবেন, সরকারের এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না৷ অবিলম্বে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷

এই প্রসঙ্গে শনিবার দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা হয় না কি ? দলের নেতা এক জায়গায় বসবেন আর তার থেকে দূরে বসবেন তাদেরই দলের অন্য সাংসদরা ! যে আসন বিন্যাস তালিকা আমাদের দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আমার থেকে অনেক দূরে বসছেন দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুটা দূরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দ্বাদশ লোকসভা থেকে আমি সংসদে আসছি৷ এটা অষ্টাদশ সংসদীয় অধিবেশন৷ এতদিন এমন কোনও কান্ড দেখিনি৷ সরকারের এই সিদ্ধান্ত মানা হবে না৷ আমাদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷ তৃণমূল কংগ্রেসের সব সাংসদরা একসঙ্গেই বসবেন৷

ঘটনা হল, শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠিয়ে নতুন আসন বিন্যাসের কথা জানানো হয়েছে৷ অথচ জুলাই মাসের ২৩ তারিখে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই লোকসভার সচিবালয়কে লিখিতভাবে জানিয়েছিলেন যে তৃণমূল সাংসদরা কে কোথায় বসবেন৷ তারপরেও মোদি সরকার কেন এই ভাবে নতুন আসন বিন্যাস তালিকা তৈরি করল, প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ একইরকমভাবে কংগ্রেসের সাংসদদের আসন তালিকাও ঘেঁটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তারাও ক্ষুদ্ধ গোটা বিষয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ৷ সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান বলেও জানান গৌরব গগৈ৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর হাইব্রিড মডেল মানতে রাজি পিসিবি, তবে আইসিসিকে শর্ত তিন

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version