রাতভর তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত ‘ফেনজল’, চেন্নাইয়ে মৃত ১

0
1

রাতভর তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় (Cyclone) ‘ফেনজল’। শক্তি হারিয়ে রবিবার সকালে পুদুচেরির কাছেই অবস্থান করছে। বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ‘ফেনজলের’ কারণে চেন্নাইয়ে (Chennai) এক জনের মৃত্যু হয়েছে বলে খবর।

শনিবার রাতভর উত্তর তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালায় ‘ফেনজল’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে ঢোকে। মৌসম ভবন জানিয়েছে, রাত আড়াইটে পর্যন্ত তামিলনাড়ু এবং পুদুচেরির উপর দিয়ে এগিয়েছে ঘূর্ণিঝড়। তামিলনাড়ুর (Tamilnadu) উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ‘ফেনজলের’ জেরে চেন্নাইয়ে একজনের মৃত্যু হয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তি ঝড়ের সময়ে এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

রবিবার ভোর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ‘ফেনজল’। এদিন ভোর পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। ভোর ৪টের পর আবার বিমান ওঠানামা শুরু হয়। ঝড়ের কারণে শনিবার সন্ধে ৭টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইমুখি বেশ কিছু বিমান যাত্রাপথ। সমুদ্রে সব ধরনের নৌ চলাচলও বন্ধ রবিবার পর্যন্ত। বিপর্যস্ত লোকাল ট্রেন চলাচল। চেন্নাই ডিভিশনে সংখ্যায় কম ট্রেন চলছে।

চেন্নাইয়ের উপকূল সংলগ্ন বিস্তীর্ণ অংশ জলমগ্ন। পুদুচেরিতেও নীচু এলাকা ডুবে গিয়েছে। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। শনিবারই উপকূল সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় তামিলনাড়ু (Tamilnadu) এবং পুদুচেরিতে একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে। ‘ফেনজল’ দুর্বল হলেও বৃষ্টি থামছে না চেন্নাইতে। মৌসম ভবন জানিয়েছে, ৩ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরলে ভারী বৃষ্টি চলতে পারে।