পতাকাকে প্রণাম না করে চেম্বারে ঢুকবেন না, বাংলাদেশিদের কড়া বার্তা শিলিগুড়ির চিকিৎসকের

বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অপমান করা হয়েছে। যার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা একে-একে বন্ধ করতে শুরু করেছে এপার বাংলার একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান।

তবে বাংলাদেশি রোগীদের পুরোপুরি ব্রাত্য না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির চিকিৎসক ডা. শেখর বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গের এই মহকুমা-শহরে নিজস্ব চেম্বার রয়েছে তাঁর। তিনি একজন ইএনটি বিশেষজ্ঞ।বাংলাদেশের ওই ন্যক্কারজনক ঘটনার পরই শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে, ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন তিনি। সেইসঙ্গে, ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা।সেখানে লিখেছেন, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত, বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।

তিনি আরও বলেন, প্রাইভেট প্র্যাকটিস ছাড়াও আমি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্ত রয়েছি। সেখানে আমি কোনও রোগীকে পরিষেবা দিতে অস্বীকার করতে পারব না। তবে, শিলিগুড়ির আমার চেম্বারে, আমি আমার মাতৃভূমির প্রতি সম্মান না করার সুযোগ কাউকে দিতে পারি না। যে দেশের পতাকার অবমাননা করা হয়, সেখানে তারা এসে আমার কাছে চিকিৎসা পাওয়ার আশা করতে পারে না।

আরও পড়ুন- ছোট গ্রুপে বিদেশ ভ্রমণের সুযোগ: ট্রাভেলাইটস এবার অনলাইনে