Wednesday, August 27, 2025

গাড়ির পিছনে ধাওয়া করে ফিল্মি কায়দায় ডাকাত ধরল পুলিশ, রুখল ব্যাঙ্ক ডাকাতি

Date:

ব্যাঙ্কের (Bank) শাটার ভেঙে অপারেশন চলছিল। পুলিশ (Police) আসার টের পেতেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাতদল (Robber)। সঙ্গে সঙ্গেই পিছনে ধাওয়া করে পুলিশ। ফিল্মি কায়দায় রামনগর থানার পুলিশ তিন ডাকাতকে পাকড়াও করে। ব্যাঙ্কে ডাকাতি (Bank Robbery) রুখে দেয় তারা। সশস্ত্র ডাকাতদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা সম্ভব হলেও চারজন পালিয়ে যায়।

মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) রামনগরে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।
রাত প্রায় দেড়টা নাগাদ সত্যেশ্বরপুর সমবায় ব্যাঙ্কের শাটার ভেঙে ভিতরে ঢোকে সাত ডাকাত। তারপর ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলছিল। বাইরে রাখা ছিল গাড়ি। সেই সময় ব্যাঙ্কের সামনে দিয়ে যাচ্ছিলেন জনৈক ব্যক্তি। ব্যাঙ্কের সামনে গাড়ি দেখে তাঁর সন্দেহ হয়। তিনি শোনের ব্যাঙ্কের ভিতর থেকে বিকট আওয়াজ আসছে। তৎক্ষণাৎ তিনি পুলিশকে। পুলিশ আসছে দেখেই ব্যাঙ্কের ছাদ থেকে ডাকাতরা লাফিয়ে পালানোর চেষ্টা করে গাড়িতে উঠে। সেই গাড়ির পিছু নেয় পুলিশ। রামনগরের রাস্তায় তীব্র গতিতে পালনোর সময় ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে। তারপর গাড়ি ফেলে ছুটে পালানোর চেষ্টা করে ডাকাতরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন ডাকাত. চারজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক, এয়সান মল্লিক। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। একাধিক ম্যাপ উদ্ধার হয়েছে তাদের কাছে। এই ডাকাতদলের আরও ডাকাতির পরিকল্পনা ছিল। আগ্নেয়াস্ত্র ও দরজা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুলিশ মনে করছে, বড়সড় গ্যাং রয়েছে এই ডাকাতদের। বাকিদের খোঁজ চলছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version