Thursday, August 28, 2025

সিসিটিভির নজরদারিতে সোমবার থেকে জুনিয়র ডাক্তারদের পরীক্ষা, হবে লাইভ স্ট্রিমিং

Date:

জুনিয়র ডাক্তারদের পরীক্ষার লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার হবে এবার প্রথম। সেই ব্যবস্থাই করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভাবে ওই সম্প্রচারের ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রচার দেখতে পাবেন। সেই সঙ্গে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারিও থাকবে। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাবন্দি হবে। সেই ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন কর্তৃপক্ষ।

আজ ২ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে ডাক্তারি স্নাতকোত্তরের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার। সেই MD, MS পরীক্ষা হবে আগাগোড়া ক্যামেরার নজরদারিতে। উত্তরপত্রে থাকবে কোড-ডিকোড পদ্ধতি। কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়েপরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফে।

আর জি কর আবহে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। কোনও কোনও ‘অযোগ্য’ ব্যক্তি স্রেফ প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ রাখায় পরীক্ষায় পাশ করে ‘ডাক্তার’ সার্টিফিকেট পেয়ে যায়, এই অভিযোগে সরব হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। মুখ্যমন্ত্রীর কাছেও ফোরামের তরফে এসব অভিযোগ তুলে ধরেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। এর পরই ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যার জেরে নতুন SOP তৈরি হয়েছে। ঠিক হয়েছে, MBBS পরীক্ষার সময় সিসিটিভি ছাড়াও মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপালদের নজরদারি থাকবে। উত্তরপত্রে নাম নয়, বারকোড থাকবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version