Monday, August 25, 2025

বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসে ‘ভারতেরই বাসিন্দা’ হয়ে গেলেন কী করে বিএনপি (BNP) নেতা, শনিবার পার্ক স্ট্রিট (Park Street) থেকে সেলিম মাতব্বর গ্রেফতার হওয়ার পর থেকেই প্রকাশ্যে আসছে একের পরে এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা শহরে লুকিয়ে থাকার সুযোগ সেলিম পেয়েছিল দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) বদান্যতায়। দিল্লি (Delhi) থেকেই পেয়েছিল ভারতের পাসপোর্ট (passport)। সেই সঙ্গে রাজস্থান থেকে পেয়েছিল আধার কার্ড (Adhaar card)। কলকাতা পুলিশের তৎপরতায় সেলিম গ্রেফতার না হলে সামনেই আসত না স্বরাষ্ট্র মন্ত্রকের এত বড় ফাঁক। এরপরই দিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল।

বাংলাদেশের (Bangladesh) মাদারিপুরের বাসিন্দা সেলিম মাতব্বর দুবছর আগে বিএনপির (BNP) সঙ্গে ঝামেলায় ভারতে চলে আসে। সেখানেও দেখা যায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ইতিহাস রয়েছে সেলিমের। এভাবে অনুপ্রবেশের পরে ফের কেন্দ্রের দিকে তোপ দাগে তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “আন্তর্জাতিক সীমান্ত দেখবে বিএসএফ (BSF)। সেটা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাজ নয়। অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে তার দায় অমিত শাহর (Amit Shah) দফতরের। বাংলার নামে যে কুৎসা করা হচ্ছিল তা অমূলক।”

তবে এই ঘটনায় যেভাবে বাইরের রাজ্য থেকে পরিচয় পত্র তৈরির নজির রেখেছে সেলিম, তাতে কেন্দ্রের সরকারের পাশাপাশি বিজেপি শাসিত রাজস্থানের (Rajasthan) নামও জড়িয়েছে। বিজেপির কুৎসা নিয়ে সুর চড়িয়ে কুণালের দাবি, “এখন দেখা যাচ্ছে তার আধার কার্ডের সঙ্গে অন্য রাজ্য জড়িত। পাসপোর্ট দিল্লি থেকে করিয়েছে। সীমান্তে ব্যর্থ কেন্দ্র সরকার বিএসএফ (BSF)। দিল্লিতে (Delhi) অমিত শাহর পুলিশ। তাহলে দিল্লি থেকে পাসপোর্ট তৈরি করল কী করে। অন্য রাজ্য, রাজস্থান (Rajasthan) থেকে আধার কার্ড তৈরি করিয়েছে। তার অর্থ এই ধরনের দুষ্ট চক্রে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরকে সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় সব তদন্তকারী সংস্থার ব্য়র্থতায় মূল সমস্যা তৈরি করছে বিজেপি আর কুৎসা করছে অন্য লোকের নামে।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version