Friday, November 14, 2025

আজ অ্যাওয়ে ম্যাচে মহামেডানের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য চেরনিশভের

Date:

আজ আইএসএল-এর ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচে নামার আগে পরপর হারে কোণঠাসা মহামেডান । সাদা-কালো ব্রিগেডের সামনে আরও এক কঠিন লড়াই। ইস্পাতনগরীতে নতুন পরীক্ষায় নামার আগে সমস্যায় মহামেডান। দলের দুই নির্ভরযোগ্য বিদেশি অ্যালেক্সিস গোমেজ ও মিরজালোল কাশিমভ কার্ড সমস্যায় খেলতে পারবেন না। আক্রমণভাগে দুই তারকাকে নিয়েই তৈরি হয় মহামেডান কোচের যাবতীয় রণকৌশল। সেখানে অ্যালেক্সিস ও কাশিমভের না থাকা বড় ধাক্কা দলের জন্য।

মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ অবশ্য কান্নাকাটি করতে চান না। যাঁরা আছেন, তাঁদের নিয়েই লড়াই করতে চান সাদা-কালো কোচ। রুশ কোচ মনে করছেন, আইএসএলে তাঁরা নতুন টিম। তারপরেও শুরুতে ভাল খেলেই কিছু পয়েন্ট ঘরে তুলেছে দল। মহামেডান কোচের কথায়, ‘‘আমাদের দলে আইএসএলে অনভিজ্ঞ খেলোয়াড় বেশি। এরপরেও ছেলেরা চেষ্টা করছে। আমাদের কোনও টার্গেট নেই। প্রতিটি ম্যাচেই উন্নতি করার চেষ্টা রয়েছে। ম্যাঞ্চেস্টার সিটিও পাঁচ ম্যাচ জিততে পারেনি। আশা করি, আমরা ম্যাচ খেলতে খেলতেই উন্নতি করব। চোট, কার্ড সমস্যা ফুটবলের অঙ্গ। এগুলো নিয়েই চলতে হয়। জানি, জামশেদপুর শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা ইতিবাচক। মাঠে নামব তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই।”

ম্যাচ জিততে হলে শেষ মুহূর্তে গোল খাওয়া আটকাতে হবে। পাশাপাশি গোলও করতে হবে। জর্ডন মারে, জেভিয়ার সিভেরিওদের বিরুদ্ধে নামার আগে মহামেডানকে স্বস্তি দিতে পারে ঘানার সেন্টার ব্যাক জোসেফ আদজেইয়ের চোট সারিয়ে ওঠা। সোমবার শুরু থেকে তাঁকে খেলাতে পারেন মহামেডান কোচ। চেরনিশভ অবশ্য খারাপ ফলের জন্য গোল করতে না পারার ক্ষমতাকেই দায়ী করছেন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমাধানের মাঝেই বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের


Related articles

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...
Exit mobile version