Saturday, August 23, 2025

সংসদরা বসবেন না নির্ধারিত ব্লকে, লোকসভায় আসন বিন্যাস নিয়ে সম্মুখ সমরে তৃণমূল

Date:

লোকসভায় আসন বিন্যাস নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। লোকসভায় আলাদা করে দেয়া হয়েছে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। তারই প্রতিবাদে কেন্দ্রের স্থির করে দেওয়া আসনে আজ বসবেন না তৃণমূল সংসদরা। তাদের প্রতিবাদ জারি থাকবে। কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের দলগুলিও এই প্রতিবাদে শামিল হয়েছে। এই লড়াইয়ে তারা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে এই লড়াইয়ে তৃণমূলকে পাশে নিয়ে লড়াই করতে কংগ্রেস বৈঠক ডাকে এদিনই। ইতিমধ্যে আসনবন্টন ইস্যুতে প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন স্পিকার ওম বিড়লাকে। কেন্দ্রের এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সংসদে এদিন সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্ধারিত আসনে না বসেই প্রতিবাদ জানানো হবে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ব্লক দাবি করা হয়েছিল লোকসভায়। যেখানে সব তৃণমূল কংগ্রেসের সাংসদরা থাকবেন। কিন্তু তা না করে শাসক গোষ্ঠী ইচ্ছেমতো যত্রতত্র আসন বরাদ্দ করে তৃণমূল কংগ্রেস–সহ অন্যান্য বিরোধী দলগুলির জন্য। সেখানে দেখা যায়, লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পিছনের আসনে রাখা হয়নি দলের একজন সাংসদকেও। তাঁদের অন্য ব্লকে আসল নির্ধারণ করা হয়। এই আসন বন্টনের প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি দিয়ে লোকসভার স্পিকারকে জানান, এই আসন বন্টন করে আসলে বিরোধী জোটকে ভাঙতে চাইছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, আমার কাছে ইমেল আসে যেখানে দেখা যায়, তৃণমূল কংগ্রেস সাংসদদের বসার জায়গা অদ্ভূতভাবে সাজানো। প্রথমসারিতে আমার পাশে অখিলেশ যাদব। পিছনে তৃণমূলের কোনও সাংসদ নেই। পরের ব্লকে সরকার পক্ষের দুই মন্ত্রী বসেছেন। তাঁদের পিছনে রয়েছেন দু’জন তৃণমূল সাংসদ। আমি যে তালিকা দিয়েছিলাম সেখানে দ্বিতীয় সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল।

সদ্য সাংসদ হয়ে সংসদে এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে বিরোধী বেঞ্চের চতুর্থ সারিতে একদম ধারে বসার জায়গা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখোমুখি আসন দেওয়া হয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। তাঁর পাশে থাকবেন কেসি বেণুগোপাল। আর এক পাশে টিআর বালু। অন্য সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি বসতে দেওয়া হয়েছে। সৌগত রায় আর কাকলি ঘোষদস্তিদারের ক্ষেত্রেও তাই ঘটেছে। আর মহুয়া মৈত্রের আসন দেওয়া হয়েছে আসাদউদ্দিন ওয়াইসির পাশে।

আরও পড়ুন- শান্তিরক্ষা বাহিনীর প্রস্তাব, বাংলাদেশে আটকদের নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version