Friday, July 4, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কড়া নবান্ন, ১৫৫ ঠিকাদার, ১৯ ইঞ্জিনিয়রকে শোকজ

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)সাফ জানিয়েছিলেন সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। আর তাঁর সেই নির্দেশের পরই কড়া অবস্থান নিল নবান্ন (Nabanna)। ১৫৫ জন ঠিকাদার (Contractor), ১৯ জন ইঞ্জিনিয়রকে (Engineer) শোকজ করা হল। সরকারি কাজে অবহেলার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। সেইসঙ্গে প্রায় ১৯ হাজার বেআইনি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এফআইআর করা হয়েছে ৪৪১টি।

সোমবার বিধানসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ফের একবার স্পষ্ট করে দিয়েছিলেন যে, মানুষকে অসুবিধেতে ফেলা তিনি বরদাস্ত করবেন না। হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তারপরই তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন কড়া ব্যবস্থা গ্রহণ করতে. তৎক্ষণাৎ মুখ্যসচিব জানান, ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির কারণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে প্রশাসনের একাংশ গাফিলতি করছে বলে অভিযোগ এসেছিল। সেই ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে চিহ্নিতও করা হয়। তাদের বিরুদ্ধেই মূলত কড়া ব্যবস্থা নেওয়া হল। শোকজের চিঠি পাঠানো হয়েছে। যথার্থ কারণ দর্শাতে না পারলে আরও কঠোর হবে সরকার, তা জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট।

মুখ্যমন্ত্রীর সোজা কথা, মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। সরকারি সম্পত্তি নিয়ে ব্যক্তিস্বার্থ মেটাতে দেব না। যারা পারফরমেন্স করছেন না, বা করতে পারছেন না, তাদের ব্যাক লিস্টে ফেলুন। সরকারি কর্মচারী হয়ে কম্প্রোমাইজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। সবমিলিয়ে প্রায় ১৮,২৩০টি জায়গায় জল মিসইউজ করার অভিযোগ এসেছে। কেন বিডিও, এসডিও-রা এসব দেখছেন না। কোনও রাজনৈতিক দল বা নেতার কথা শুনবেন না, এক্ষেত্রে। মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অন্য কিছু যেন অগ্রাধিকার না পায়, পরিষেবা প্রদানই আগে।

মুখ্যমন্ত্রী বলেন, অনেকে পাইপটাকে কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। ফলে গ্রামে জল ঢুকতে পারছে না। সমীক্ষা না করেই তাড়াহুড়ো করে ঠিকাদাররা অনেক জায়গায় পাইপ বসিয়েছেন। ভুল টেন্ডার, ভুল ডিপিআর তৈরি করা হয়েছে। এরই ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়রদের শো-কজের সিদ্ধান্ত।

আরও পড়ুন- রাজ্য-ব্যবসায়ী বৈঠকের পরও ধর্মঘটে অনড়, বিজেপি-সিপিএম মদতপুষ্টদের নিশানা বেচারামের


 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version