Sunday, May 4, 2025

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ভারতের তিন জন।সম্প্রতি ১০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেখানে সুনিতা উইলিয়ামস, হলিউড অভিনেত্রী স্মরণ স্টোন, নোবেল পুরস্কার জয়ী নাদিয়া মুরাদ-সহ একাধিক বিশিষ্টদের সঙ্গে নাম রয়েছে ভারতের তিন মহিলার। সমাজকর্মী অরুণা রায়, কুস্তিগীর ভিনেশ ফোগাট ও সমাজকর্মী পূজা শর্মার।

ঘটনার সূত্রপাত দু বছর আগে।দিল্লির রাস্তায় ভাইকে নৃশংসভাবে খুন করেছিল আততায়ীরা।সেই দেহ সৎকারে সাহায্যে করেনি কেউই। বুকে একরাশ শোক চেপে একাই দাহ করেছিলেন ভাইকে।এর পর মাত্র ২ বছরে হাজারেরও বেশি অজ্ঞাতপরিচয় মৃতদেহ সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন পূজা শর্মা। ভারতীয় সেই মহিলাকেই এবার সম্মান দিল বিবিসি।

তথ্য অনুযায়ী ১৯৯৬ সালে দিল্লিতে জন্ম ২৮ বছরের পূজার। ভাইয়ের মৃত্যুর পর ২০২২ সালের ১২ মার্চ থেকে বেওয়ারিশ মরদেহ সম্মানের সঙ্গে সৎকারের কাজ শুরু করেন তিনি। ‘ব্রাইট দ্য সোল’ স্বেচ্ছাসেবী সংস্থা চালান তিনি। যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের দেহ সৎকার করা হয়। সোশাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি।যদিও সহজে এই কাজ করতে পারেন নি তিনি। পুরোহিতদের তরফে তাকে প্রবল বাধার মুখেও পড়তে হয়। কিন্তু লড়াই থেকে পিছিয়ে আসেননি তিনি।

এই তালিকায় রয়েছেন সমাজকর্মী অরুণা রায়। তিনি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের সভাপতি। পাশাপাশি ‘মজদুর কিষান শক্তি’ নামের এক সংগঠনের প্রতিষ্ঠাতা। শ্রমিকদের পর্যাপ্ত বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলা তালিকায় তৃতীয় ভারতীয় ভিনেশ ফোগট।প্যারিস অলিম্পিকে ৫০ কেজির কুস্তি বিভাগে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ওজনের সমস্যায় বাদ পড়েন তিনি। ভিনেশ অলিম্পিকে কুস্তি বিভাগে ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা। অলিম্পিক থেকে বিদায়ের পর চলতি বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে লড়াই করেন এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version