চন্দননগরে ডাকাতদের হাতে খুন ছ’বছরের শিশু? বাবার দাবি ঘিরে চাঞ্চল্য

দুপুরে শিশুকে একা বাড়িতে রেখে তার মা তনুশ্রী কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন

চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।শিশুটির বাবার দাবি, বাড়িতে ডাকাত পড়েছিল। তারাই লুটপাট চালানোর আগে শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশকে লিখিত ভাবে বিষয়টি জানান তিনি।যদিও, সকালেই ঘটনার তদন্তে সেখানে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন চন্দননগরের ডিসিপি অলকানন্দ ভাওয়াল এবং চন্দননগর থানার আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়।

ছ’বছরের ওই শিশুর বাবা নবকুমার বিশ্বাস জানিয়েছেন, সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। স্ত্রী জানায়, সে আলমারি খোলেনি। লকারে চল্লিশ হাজার টাকা আর কিছু গয়না ছিল। সেগুলো পাইনি। মনে হচ্ছে বাড়িতে ডাকাত এসেছিল। তারাই আমার ছেলেকে শ্বাসরোধ করে মেরেছে।প্রসঙ্গত, বুধবার চন্দননগর কুন্ডুঘাট এলাকায় ছ’বছরের শিশু নিখিল বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু হয়। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে গিয়েছিলেন। দুপুরে শিশুকে একা বাড়িতে রেখে তার মা তনুশ্রী কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। ওই দম্পতির মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। মা আর দিদি বিকেলে ফিরে এসে দেখেন দোতলার ঘরে নিখিল ঘুমিয়ে আছে। উঠছে না দেখে ডাকতে যায় দিদি।কোনও ডাকাডাকাতে না ওঠায় তার গায়ে হাত দিয়েই তারা চমকে ওঠেন। কারণ, ততক্ষণে নিখিলের হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে। সেই অবস্থায় তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির মা তনুশ্রী বলেন, ছেলে কার্টুন দেখছিল। পরে মেয়ে এসে দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ভাইকে ডাকতে গিয়ে দেখে বমি করে ফেলেছে। ওর বাবাকে ফোন করে জানানো হয়। পরিবারের তরফে জানানো হয়, ওই শিশুর কোনও অসুস্থতা ছিল না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.