Thursday, August 28, 2025

প্রতিশ্রুতি মতো দিল্লি-চলো অভিযান শুরু কৃষকদের। শুক্রবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে আছড়ে পড়ল কৃষকদের প্রতিবাদের ঢেউ। কৃষক আন্দোলন ঠেকাতে ফের দূর্গ বানিয়ে আন্দোলন থামানোর প্রস্তুতি হরিয়ানা পুলিশ। ১০১ জন কৃষকের কনভয় এগিয়ে চলেছে। ইতিমধ্যেই পুলিশ আম্বালার দিক থেকে সীমান্ত বন্ধ করে দিয়েছে। পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমাঝে হরিয়ানা পুলিশ ঘোষণা করছে আম্বালায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কৃষকদের আর না এগোনর আহ্বান জানানো হয়েছে। শম্ভু সীমান্তে এক পুলিশ কর্তা জানিয়েছেন, “কৃষকদের হরিয়ানায় প্রবেশের অনুমতি নেই। আম্বালা প্রশাসন বিএনএসএসের ১৬৩ ধারা জারি করেছে।” এরমধ্যে শম্ভু সীমান্তেই টিয়ার গ্যাস ছোঁড়া হয়েছে।

শুক্রবার ফের চরম উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে পাঞ্জাব-হরিয়ানার সীমানাগুলিতে। আন্দোলনকারী কৃষকদের অভিযানের জেরে। এদিকে কৃষকদের কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, কোনভাবেই আন্দোলনকারীদের পাঞ্জাব-হরিয়ানা সীমানা পেরতে দেওয়া হবে না। অন্যদিকে, কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের হুঁশিয়ারি দিয়ে আজ জানিয়েছেন, “আমাদের শান্তিপূর্ণভাবে দিল্লির দিকে যেতে দেওয়া উচিত, নয়তো আমাদের দাবি নিয়ে কথা বলা উচিত। কৃষকদের পক্ষ থেকে আলোচনার দরজা খোলা আছে। আমরা বলে আসছি যে, সরকার যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের চিঠি বা হরিয়ানা বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিস দেখান… আমরা চাই কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে নিক। তারা যেন আমাদের দিল্লিতে প্রতিবাদ করার জায়গা দেয়। হয় আমাদের দিল্লি যেতে দেওয়া উচিত নয়তো আমাদের সাথে কথা বলা উচিত।” সবমিলিয়ে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কৃষকদের সঙ্গে পুলিশ-প্রশাসন এবং কেন্দ্রের এনডিএ সরকারের সংঘাতের আশঙ্কা।

দিল্লিতে প্রবেশের যাবতীয় সীমানা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এবং নাকা চেকিং চলছে। পাশাপাশি দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু এবং টিক্রি সীমানাতেও কড়া নজরদারি চলছে। মোদি জমানায় গার্ডরেল-ব্যারিকেডের শহরে পরিণত হয়েছে ল্যুটিয়েন্স দিল্লি। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, রফি মার্গের ক্রসিং, বিজয় চক, রাইসিনা হিলস, রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক এই চত্বরগুলিতে হেঁটেচলে বেড়ানোর অনুমতি ছিল। এখন ওই বিস্তীর্ণ অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে


Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version