Thursday, August 28, 2025

ইডির মামলায় সুজয়কৃষ্ণকে শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের, জেল মুক্তি এখনই নয়

Date:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না। এদিন কলকাতা হাইকোর্টের (Calcuttà High Court) বিচারপতি শুভ্রা ঘোষ (Subhra Ghosh) জানান যে অভিযোগের ভিত্তিতে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছিল সেই শাস্তির অনেকটা অংশ তিনি কাটিয়ে ফেলেছেন। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থাও ঠিক নেই। সেই কারণেই শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হল। যদিও সিবিআই (CBI) মামলায় গ্রেফতার হওয়ার কারণে এখনই জেল মুক্তি হচ্ছে না অভিযুক্তর। উপরন্ত ইডি মামলায় জামিনের দিনে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrent) জারি করল সিবিআই।

নিয়োগ মামলায় কেন্দ্রের দুই এজেন্সি ইডি এবং সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল। তদন্তের নামে কখনও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আবার কখনও অফিসে তল্লাশি করেও তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে পারেনি গোয়েন্দা সংস্থা। অথচ শাস্তির মেয়াদ যা হওয়া উচিত তার থেকে বেশি সময় তিনি তদন্ত চলার কারণে জেলে কাটিয়েছেন। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। শুক্রবার এজলাস শুরু হতেই বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, অভিযুক্তকে বেশকিছু শর্তের ভিত্তিতে জামিন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সুজয়কৃষ্ণকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতের অনুমতি ছাড়া তিনি ফোন নাম্বার বদল করতে পারবেন না বা এলাকা ছাড়তে পারবেন না। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সাক্ষী প্রমাণ বিকৃত করা যাবে না। কিন্তু জেল থেকে এখনই বেরোতে পারছেন না তিনিই। হাইকোর্টের রায় ঘোষণার পরই সিবিআই-এর বিশেষ আদালত প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আগামী ৯ ডিসেম্বর অভিযুক্তকে সশরীরে হাজির করানোর জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বলে খবর মিলেছে। পরপর চারদিন গরহাজির থাকার কারণে এই কড়া পদক্ষেপ আদালতের।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version