Sunday, August 24, 2025

অ্যাডিলেডে ব্যাকফুটে টিম ইন্ডিয়া, প্রথম দিনের শেষে অজিদের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৮৬

Date:

অ্যাডিলেডে শুরুটা ভালো হল না ভারতের। পারথে টিম ইন্ডিয়ার দাপুটে ব্যাট থাকলেও, এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ যশস্বী জসওয়াল-বিরাট কোহলি-কে এল রাহুলরা। রান পেলেন না ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিংবা চোট সারিয়ে ফেরা শুভমন গিল। প্রথম ইনিংসে এদিন টিম করে ১৮০ রান। অজিদের হয়ে দাপট মিচেল স্টার্কের। একাই নেন ৬ উইকেট। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ্যা প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮৬। ভারত এগিয়ে ৯৪ রানে ।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রান করে টিম ইন্ডিয়া। এদিন অ্যাডিলেডে ফের ব্যাটিং ব্যর্থতায় দেখা যায় ভারতের। এদিন ব্যাট করতে নেমেই ধাক্কা খায় যশস্বী জসওয়াল-কে এল রাহুল। পারথে ব্যাট হাতে দাপট দেখালেও, এদিন ব্যর্থ দুই ওপেনার। শূন্য রানে আউট হন যশস্বী। আর এর কারণে লজ্জার নজির গড়লেণ ভারতের তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে এই প্রথম কোনও ভারতীয় ব্যাটার প্রথম বলেই আউট হন। এদিকে ৩৭ রান করেন রাহুল। প্রথম টেস্টে চোটের কারণে না থাকলেও, দ্বিতীয় টেস্টে ফেরেন শুভমন গিল। তবে তিনিও ব্যর্থ। ৩১ রান করেন তিনি। ব্যর্থ পারথ টেস্টে শতরান করা বিরাট কোহলিও। ৭ রান করেন তিনি। ঋষভ পন্ত করেন ২১ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ৩ রান। ভারতের হয়ে ব্যাট হাতে লড়াই চালান নীতিশ রেড্ডি। ৪২ রান করেন তিনি। ২২ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দাপট মিচেল স্টার্কের। একাই নেন ৬ উইকেট। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং বলান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় অজিরা। ১৩ রানে ফিরে যান উসমান খায়োজা। ১৩ রানে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে রয়েছেন লাবুশানে এবং নাথান ম্যাকসুইনি। ৩৮ রানে অপরাজিত ম্যাকসুইনি। লাবুশানে অপরাজিত ২০ রানে। ভারতের হয়ে একটি উইকেট যশপ্রীত বুমরাহর।

এদিকে দিনরাতের টেস্ট চলাকালীন অন্ধকারে ঢাকে অ্যাডিলেড। তৃতীয় সেশনের খেলার সময়ে আচমকাই মাঠের আলো নিভে যায়। মিনিটখানেকের মধ্যেই মাঠে ফের আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পরে আবারও নিভে যায় মাঠের ফ্লাডলাইট। তবে পরে আবার ফিরে আসে লাইট।

আরও পড়ুন- দাপুটে ব্যাটিং বৈভবের, লঙ্কানদের হারিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত


Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version