Thursday, January 15, 2026

KIFF: চলচ্চিত্র উৎসবে আজ বিদ্যা বালান, সিনে প্রাঙ্গণে ফিরছে ‘বাঞ্ছারামের বাগান’ 

Date:

Share post:

৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (30th Kolkata International Film Festival) শুরু থেকেই  ‘বসুধৈব কুটুম্বকম’-এর মন্ত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বরে। বুধবার প্রাণ ভরে ‘থিঙ্কিং অফ হিম’ (Thinking of Him) দেখার পর এবার পালা ইমতিয়াজ আলি, কবীর খান, রিমা দাস, ওনির পরিচালিত চার ভিন্ন স্বাদের জীবনযাত্রাকে চাক্ষুষ করার। সিনেমার নাম ‘মাই মেলবোর্ন’। সিনে পার্বণের দ্বিতীয় দিনে নন্দনের সন্ধ্যায় এই ছবির আকর্ষণ রয়েছে। তার উপর আজ আবার উৎসবে থাকছেন অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। দেখানো হবে তাঁর অভিনীত ছবি ‘ভালো থেকো’। শুধু তাই নয় দুপুরে শিশির মঞ্চে সিনেমা সংক্রান্ত আলোচনায় থাকতে চলেছেন ‘ভুলভুলাইয়া’ নায়িকা। শুক্রবার সত্যজিৎ রায়ের (Satyajit Ray) উপর বিশেষ আলোচনা সভায় পরিচালক আর বালকির (R Balki) উপস্থিতিও এদিনের চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ বটে।

চলতি বছরের চলচ্চিত্র উৎসবে (KIFF) প্রথম দিন থেকেই সিনে প্রেমীদের পীঠস্থানে বিদেশি পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করার মতো। রাশিয়ান সিনে বোদ্ধা থেকে শুরু করে আমেরিকার ফিল্ম লাভার হাজির নন্দনে (Nandan) । সকলেই ‘সিনেমাখোর’ বাঙালির আড্ডায় অনায়াসে মিশে গেলেন। বোঝা গেল ভৌগোলিক সীমানা পেরিয়ে সিনেমার ভাষা দিয়েই গোটা পৃথিবীকে এক সূত্রে বাঁধা যায়। গত ৪ ডিসেম্বর KIFF-এর উদ্বোধনী মঞ্চে ঠিক এই কথাই বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাতেনাতে প্রমাণ মিলল সিনেমা উৎসবের প্রথম দিন থেকেই। ইতিমধ্যেই এবছরের বেঙ্গলি প্যানোরমা বিভাগ নিয়ে আগ্রহ বেড়েছে। প্রথম দিন থেকেই ফেস্টিভ্যালে বাংলা সিনেমা দেখার উন্মাদনা চোখে পড়ার মতো। আজ রবীন্দ্রসদনে (Rabindra Sadan) সন্ধ্যা সাড়ে ছটায় দেখানো হবে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমা ‘আপিস’। বাণী বসুর কাহিনি অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী ও সন্দীপ্তা সেন। ওই একই সময় রাধা স্টুডিওতে উৎপলেন্দু চক্রবর্তী পরিচালিত ‘চোখ’ দেখার সুযোগ রয়েছে। তবে কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra) এবং কালজয়ী পরিচালক তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়ে আজ সকাল ১১টায় রাধা স্টুডিওর বড় পর্দায় ধরা দেবেন ‘বাঞ্ছারাম’।

spot_img

Related articles

উদ্ভাবন ও সমন্বয়ের মধ্য দিয়ে ভারতের উত্থান নিশ্চিত করছে স্টার্টআপ সংস্থাগুলি

পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ দেশজুড়ে এক সমন্বিত ও উদ্ভাবনী পরিবেশ গড়ে তুলেছে, যেখানে যুব...

শীতের দুপুরে বড়বাজারে অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায়...

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা, নথির তালিকায় ব্রাত্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও

এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা...

প্রযোজনা সংস্থার টাকা আটকে বিপাকে যশ-নুসরত, সমন পেলেন তারকা জুটি!

আইনি জটিলতায় পড়লেন টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান (Yash Dasgupta and Nusrat Jahan)। প্রযোজনা সংক্রান্ত...