Saturday, August 23, 2025

বাংলায় থেকে বাংলা গানের বিরোধিতা নয়, অনুষ্ঠানমঞ্চ থেকেই শ্রোতাকে কড়া জবাব ইমনের

Date:

বাংলায় থেকে রোজগার করে জীবন অতিবাহিত করবেন অথচ বাংলা গানের (Bengali Song) বিরোধিতা চালিয়ে যাবেন সেটা বরদাস্ত করা হবে না। রাজারহাটের এক অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি শ্রোতার বিরুদ্ধে তোপ গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty)। বুঝিয়ে দিলেন, সব ভাষার গান গাওয়া হবে কিন্তু বাংলা গান শুনবো না বলে যারা ভন্ডামি করেন তাঁদের কোনোভাবেই রেয়াত করা হবে না।

কী ঘটেছিল? কেন হঠাৎ চটলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা?

আসলে রাজারহাট এলাকার এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন (Imon Chakraborty)। শ্রোতা দর্শকরা বেশ উপভোগ করছিলেন। এমন সময় আচমকাই তাল কাটলো। অস্কারে মনোনীত গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতেই অস্বীকার করলেন জনৈক দর্শক। বললেন হিন্দি গান (Hindi Song request) গাওয়ার কথা। এতেই বেজায় চটে যান ইমন। স্বপ্রতিভ ভাবে জোরাল কণ্ঠে প্রতিবাদ করেন। তাঁকে বলতে শোনা যায়, “বাংলায় থেকে সাহসের সঙ্গে হাত তুলে তুমি বলছ, বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দিত। এ সব করো না। এই রাজ্যের নাম বাংলা। সব ভাষার গান শোনো। কিন্তু তুমি কে হে, যে বলছ বাংলা গান শুনব না?”সেই অনুষ্ঠানের ভিডিও সমাজমাধ্যমে (Social media) বেশ ভাইরাল হয়েছে।গায়িকার দাবি, প্রত্যেক রাজ্যে নিজের ভাষাকে যথেষ্ট সম্মান করা হয়। সব ভাষার গান শোনা যেতে পারে। কিন্তু বাংলায় থেকে এখানে রোজগার করে বাংলা গানকে অপমান করা কোনভাবেই সহ্য করা হবে না। মাতৃভাষার পক্ষে জোরালো সওয়াল করায় অনেকেই ইমনের প্রশংসা করেছেন। যদিও নিন্দুকের একাংশ বলছেন, গায়িকা নিজেও তো হিন্দি গান গেয়ে থাকেন তাই কেউ যদি তাঁকে অনুরোধ করেন তাদের দোষ কোথায়? ইমন বলছেন, অনুষ্ঠানে বাঙালি অবাঙালি দু’ধরনের দর্শক শ্রোতা থাকবেন এটা তিনিও জানেন। অস্কার মনোনীত গায়িকার কথায়, “আমরা যে শুধুই বাংলা গান গাই, তা কিন্তু নয়। আমি একজন সঙ্গীতশিল্পী। আমি সব ভাষার গান গাইব। কিন্তু আমার ভাষাকে অসম্মান করা হলে, তা মেনে নিতে পারব না।”


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version