Saturday, November 15, 2025

বাংলার তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি ডাবল-ইঞ্জিন রাজ্যে, কেন্দ্রের রিপোর্টেই চাপে বিজেপি

Date:

বাংলার চেয়ে ঢের বেশি মূল্যবৃদ্ধি (Inflation) নিয়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। কেন্দ্রের রিপোর্টেই সেই তথ্য সামনে এসেছে। আর তাতেই মুখ পুড়েছে বঙ্গ বিজেপির (BJP)। এতদিন বাংলার মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছিল। কিন্তু এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র দায় এড়াতে পারে না। তা জানার পরও নির্লজ্জভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের সমালোচনা চালাচ্ছিল বিজেপি। কিন্তু এখন কেন্দ্রের রিপোর্টে (Central report) তাঁদের থোঁতা মুখ ভোঁতা হয়ে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগপ্রকাশ করে শুক্রবারই জানিয়েছিল রাজ্যে রাজ্যে মূল্যবৃদ্ধির হার (Inflation rate ) দেখে, তা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হবে। সেই নিরিখে কেন্দ্রীয় রিপোর্ট প্রকাশ পেতেই মাথায় হাত বিজেপির। রিপোর্টে দেখা যাচ্ছে, মূল্যবৃদ্ধির নিরিখে বাংলার তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি বিজেপিশাসিত রাজ্যগুলি। ডাবল ইঞ্জিন রাজ্যগুলির শোচনীয় অবস্থা।

কেন্দ্রের রিপোর্ট অনুয়ায়ী, এপ্রিল থেকে সেপ্টেম্বর, প্রথম দুই ত্রৈমাসিকে মূল্যবৃদ্ধির জাতীয় গড় ছিল ৪.৬ শতাংশ। তুলনায় বাংলার মূল্যবৃদ্ধির হার এই সময়ে জাতীয় গড়ের তুলনায় অনেকটাই কম ছিল। ছ’মাসে বাংলার মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৭ শতাংশ। আর এই ছ’মাসে ১২টি রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল জাতীয় গড়ের তুলনায় বেশি। আর এই পরিসংখ্যানে সবথেকে চাঞ্চল্যকর হল, ওই ১২টি রাজ্যের মধ্যে বামশাসিত কেরল ও কংগ্রেসশাসিত কর্নাটক ছাড়া বাকি ১০টি রাজ্যই বিজেপিশাসিত। যারা এতদিন মূল্যবৃদ্ধি নিয়ে লম্বা-চওড়া কথা বলছিল, তাঁদের বেলুন চুপসে গিয়েছে কেন্দ্রের এই রিপোর্টে।

রিজার্ভ ব্যাঙ্ক মনে করে ৪ শতাংশ মূল্যবৃদ্ধির হার সহনীয়। কিন্তু এই ১২ রাজ্যে তার তুলনায় অনেক বেশি। সম্প্রতি অর্থ মন্ত্রক মূল্যবৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটিকে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধি সবথেকে বেশি ছিল ওড়িশায়। আর দ্বিতীয় স্থানে ছিল বিহার। এছাড়াও এই তালিকায় রয়েছে বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ এবং হিমন্ত বিশ্বশর্মার অসমও। এই দুই ডাবলইঞ্জিন রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৪ শতাংশ, যা যুগ্মভাবে তৃতীয়। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর তৃণমূলের সাফ কথা, এবার মুখে কুলুপ দিক বিজেপি, বাংলা নিয়ে যেন আর কোনও কথা তাদের মুখে মানায় না।


Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version