তমলুক এ আর ডি বি ব্যাঙ্কের সমবায়ে বিপুল জয় তৃণমূলের

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কৃষি সমবায় তমলুক এগ্রিকালচার কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোটে বিপুল জয় পেল তৃণমূল। এদিন হলদিয়া ও তমলুক মহকুমার ১২টি কেন্দ্রে নির্বাচন হয়। তার মধ্যে ১১ টি কেন্দ্রেই বিপুল ভোটে জয় পায় তৃণমূল।

প্রসঙ্গত, নির্বাচনে নিশ্চিত হার জেনে সকাল থেকেই অশান্তির সৃষ্টি করে বিরোধীরা। তৃণমূল সমর্থিত প্রার্থীদের ব্যাপক জয়ে সমবায়ের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের নেতা আশিস চক্রবর্তী জানান যে গ্রামীণ পটভূমিকা পরিবর্তনে সমবায়ের ভূমিকা যে অপরিসীম তা আজ আবারও প্রমাণিত হল। আগামী বিধানসভা নির্বাচনে এই জয় পূর্ব মেদিনীপুরে আমাদের ব্যাপক সাফল্য আনবে এবং তিনি এই জয়ের জন্য সাধারণ মানুষ, তৃণমূল কর্মী ও সমবায়ীদের অভিনন্দন জানান।

তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, নির্বাচনের আগে বিজেপি অনেক হুমকি ফোন করেছে। স্থানীয় নেতাদের সেই হুমকির অডিও সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে শাসক দল।

আরও পড়ুন- জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মমতার রয়েছে: দাবি শারদ পাওয়ারের