Wednesday, August 20, 2025

নির্দিষ্ট দিনেই কাঁথি সমবায় নির্বাচন, রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কাঁথি সমবায় (contai co-operative bank) নির্বাচন নিয়ে জটিলতা কাটল শীর্ষ আদালতে। ভোটের জন্য নির্দিষ্ট দিনেই নির্বাচন হবে বলে রায় সু্প্রিম কোর্টের (Supreme Court)। সেই সঙ্গে ভোটকেন্দ্র নিয়ে কাঁথি থেকে বাইরে যে কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছিল, সেই কেন্দ্রই বহাল রাখল শীর্ষ আদালত। তবে ভোটাদের নিরাপত্তার জন্য সব কেন্দ্রে সিসিটিভি (CCTV) ও কেন্দ্রীয় বাহিনী (central force) মোতায়েন থাকবে বলেও নির্দেশ দেওয়া হয়।

কাঁথি সমবায় সমিতির (Contai Co-operative Society) নির্বাচন দীর্ঘদিন ধরে অধরা। প্রশাসক দিয়েই চলছিল ব্যাঙ্কের পরিচালনার কাজ। ১৫ ডিসেম্বর সেই নির্বাচনের দিন নির্ধারিত হয়। তবে ওই দিন একটি সর্বভারতীয় বড় পরীক্ষা থাকায় ওইদিনের পরীক্ষার কয়েকটি কেন্দ্র বদল করা হয়। পরীক্ষাকেন্দ্রগুলি যে স্কুলে পড়েছে সেখান থেকে বাইরে ভোট কেন্দ্র করা হয়। এই নির্দেশের পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। সেখানেই ১৫ ডিসেম্বর নির্বাচন করার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। স্বচ্ছ, অবাধ, শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর (central force) তত্বাবধানে আয়োজিত হবে এই নির্বাচন৷ প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। তবে পরীক্ষাকন্দ্রগুলিতে ভোট হবে না। সেক্ষেত্রে দূরের ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের নিয়ে যাওয়ার জন্য পরিবহনের যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার, নির্দেশ সুপ্রিম কোর্টের।

spot_img

Related articles

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...