পাহাড়ে কবে পুরসভা ভোট (Municipal Election) সোমবার বিধানসভায় জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে উত্তরের কালচিনি ও মিরিক পুরসভার নির্বাচন হবে বলে জানিয়েছেন মেয়র।

বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশাল লামা নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে জানতে চান কালচিনি ও মিরিক পুরসভার ভোট কবে হবে। এই প্রশ্নের উত্তরে মন্ত্রী ফিরহাদ বলেন এই বিষয় নিয়ে রাজ্য সরকার কাজ করছে। আগামী বছর খানেক বা বছর দেড়েকের মধ্যেই ভোট করাবে রাজ্য সরকার (Government of West Bengal)।
