Tuesday, August 26, 2025

উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পদক্ষেপ সংসদের! প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার

Date:

গতবছর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE) শুরুর আগেই ছড়িয়ে পড়ত প্রশ্নপত্র। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রগুলি দেখা যেত। এবার সেসব অপ্রীতিকর ঘটনা রুখতেই কড়া পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এবার সরাসরি পরীক্ষার হলেই প্রশ্নপত্র খোলার ব্যবস্থা করা হচ্ছে।

আগেই বিভিন্ন জেলার জয়েন্ট কনভেনরদের বদল করেছিল সংসদ। এ বছরই প্রথম সমস্ত পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। এতদিন প্রশ্নপত্র দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ ছিল সর্টিং বা বাছাই। প্রয়োজন অনুযায়ী সেটা কাস্টডিয়ানের (থানা) কাছ থেকে পৌঁছত পরীক্ষাকেন্দ্রে সেন্টার ইনচার্জের ঘরে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা হলে পৌঁছে দেওয়া হতো। এই সময়ের মধ্যেও ঘটতে পারত অনেক ঘটনা। তাই চলতি বছর আর থাকছে না বাছাই প্রক্রিয়া। প্রশ্নপত্র এমনভাবে প্যাকেট হচ্ছে যাতে, পরীক্ষার হলে পড়ুয়াদের সামনে তা খোলা যায়।

আরও পড়ুন- মঙ্গলেই মমতার নির্দেশেই নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল

এ বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্যাকেট খোলার পরে ২০ এবং ১০টি করে প্রশ্নপত্রের একেকটি প্যাকেট থাকবে। হলের পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সেই প্যাকেটগুলি ঘরে নিয়ে গিয়ে খুলবেন পরীক্ষা (WBCHSE) পরিদর্শক। কোনওভাবেই খোলা প্রশ্নপত্র এক ঘর থেকে অন্য ঘরে যাবে না।

এদিকে, মাধ্যমিকের টেস্ট শেষ হওয়ার ৮ দিন পরেই সোমবার প্রকাশিত হল টেস্ট পেপার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টেস্ট না-হলে তো আর টেস্ট পেপার তৈরি করা যায় না। মনে করা হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর থেকেই টেস্ট পেপার হাতে পাবে ছাত্রছাত্রীরা। তবে পর্ষদ সরকারিভাবে এমন কোনও বিবৃতি দেয়নি।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version