Monday, November 17, 2025

বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টে কে করবেন টিম ইন্ডিয়ার হয়ে ওপেন ? অনুশীলনে মিলল উত্তর

Date:

শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই মুহুর্তে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। পারথ টেস্টে দাপুটে জয় পেলেও, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। আর এই হারের পরই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এরপরই সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে কে করবে তৃতীয় টেস্টে ভারতীয় দলে ওপেন ? আর এদিন অনুশীলনে মিলল তার উত্তর।

প্রথম টেস্টে রোহিত শর্মা না খেলাতে ওপেন করেছিলেন যশস্বী জসওয়াল এবং কে এল রাহুল। পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন তাঁরা। যার ফলে অ্যাডিলেডে রোহিত ফিরলেও ওপেনে হয়নি কোন পরিবর্তন। ওপেন করেন রাহুল-যশস্বী। মিডল-অর্ডারে নামেন রোহিত। তবে কেউ সাফল্য পাননি। এবার প্রশ্ন উঠছে তবে তৃতীয় টেস্টে কে করবেন ওপেন। এদিনের ভারতের অনুশীলন দেখলে মনে হয় রোহিত মিডল অর্ডারেই খেলবেন। কারণ নেটে সকলের আগে ব্যাট করতে ঢোকেন যশস্বী এবং রাহুল। তাঁদের পর নেটে ঢোকেন শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থেরা। আর রোহিত পরের দিকে ব্যাট করায় রাহুল এবং যশস্বীর ওপেন করার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। তবে এদিন অনুশীলনেও চেনা ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক। পেসার হোক বা স্পিনার, সকলেই রোহিতকে সমস্যায় ফেলছেন।

এদিকে ভারতের ওপেনিং নিয়ে মুখ খোলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি চান রোহিত ওপেনার হিসাবেই খেলুন। এই নিয়ে গাভাস্কর বলেন, “ রোহিতের উচিত ওর নিজের জায়গায় ফিরে যাওয়া। আমাদের খেয়াল রাখতে হবে কেন রাহুল ওপেন করেছিল। কারণ, পারথে রোহিত ছিল না। ওখানে দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়ালের সঙ্গে ২০০ রানের জুটি গড়ায় অ্যাডিলেডেও রাহুল ওপেন করেছিল। কিন্তু অ্যাডিলেডে ও রান পায়নি। তাই আমার মনে হয় পরের টেস্টে রোহিতের ওপেন করা উচিত। রাহুল মিডল অর্ডারে ফিরে যাক। যদি শুরুতে রোহিত দ্রুত কিছু রান পেয়ে যায় তাহলে বড় রান করার ক্ষমতা ওর আছে। তারজন্য ওকে নতুন বল খেলতে হবে।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version