প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৯ রানে হারাল হরমনপ্রীতের দল

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে টিম ইন্ডিয়া।

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের অভিযান শুরু ভারতের। এদিন মুম্বইয়ে প্রথম টি-২০ ম্যাচে ৪৯ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচে ব্যাট হাতে দাপট স্মৃতি মান্ধনা এবং জেমাইমা রদ্রিগেসের।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে টিম ইন্ডিয়া। ব্যাট করতে দাপট দেখান স্মৃতি মান্ধনা। ৫৪ রান করেন তিনি। ২৪ রান করেন উমা ছেত্রী। ৭৩ রান করেন জেমাইমা। ২০ রান করেন রিচা ঘোষ। অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৩ রানে অপরাজিত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন করিশ্মা। ১ উইকেট নেন ডেন্ড্রা ।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের লড়াই চালান ডেন্ড্রা। ৫২ রান করেন তিনি। কুয়িনা জোসেফ করেন ৪৯ রান। ভারতের হয়ে তিন উইকেট নেন তিতাস । দুটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব।

আরও পড়ুন-