Friday, November 7, 2025

ফের হার মহামেডানের, মুম্বই সিটির কাছে হারল ১-০ গোলে

Date:

আইএসএল-এ হারের ধারা অব্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র কাছে হারল সাদা-কালো ব্রিগেড। ম্যাচে ১০ জনে প্রায় ৬৫ মিনিট লড়াই করেও হার আটকানো সম্ভব হয়নি তাদের। ০-১ গোলে হার মহামেডানের। মুম্বইয়ের একমাত্র গোলদাতা বিক্রম প্রতাপ সিং। ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষেই রইল মহামেডান। টানা চার হারে আরও চাপ বাড়ল কোচ আন্দ্রে চেরনিশভের উপর।

কিশোরভারতী ক্রীড়াঙ্গনে এদিন ১৬ মিনিটের মাথাতেই পিছিয়ে পড়তে পারত মহামেডান। গোলকিপার ভাস্কর রায়ের ভুল পাস সোজা চলে যায় সামনে থাকা লালিয়ানজুয়ালা ছাংতের পায়ে। সামনে ফাঁকা গোলেও বল রাখতে পারেননি দেশের অন্যতম সেরা উইঙ্গার। এরপর ৩৫ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডানের ডিফেন্ডার ইরশাদ। তাতে আরও চাপে পড়ে আন্দ্রে চেরনিশভের দল। তবু দশজনেও রক্ষণ আগলে হার এড়ানোর মরিয়া লড়াই চালায় মহামেডান। গোমেজ, কার্লোস ফ্রাঙ্কাদের বিক্ষিপ্ত আক্রমণ ছাড়া মহামেডানের তেমন জবাব ছিল না।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে দশজনের মহামেডান। রক্ষণের ভুলে গোল হজম করে তারা। গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিক্রম প্রতাপ। মিনিট তিনেক পরেই সুযোগ নষ্ট করে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন তিরি। ৫৫ মিনিটে মুম্বইয়ের ভ্যান নিয়েফের শট বাঁচান মহামেডান গোলকিপার ভাস্কর। বাকি সময়টা মুম্বইয়ের আক্রমণের সঙ্গে লড়াই চলে মহামেডান রক্ষণের। ফ্লোরেন্ট ওগিয়েররা মরিয়া হয়ে মহামেডানের দুর্গ আগলান। তবে গোটা ম্যাচে কার্যত মুম্বই গোলমুখে কোনও শট নিতেই পারেনি চেরনিশভের দল।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে সেরা কমলিনী ১৬ বছরেরই কোটিপতি

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version