কূটনৈতিক লড়াইয়ের আবহে ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন

পাক সেনার (Pakistan Army) আত্মসমর্পণের দিনটিকে প্রতিবছর ধুমধামের সঙ্গে পালন করা হয় ফোর্ট উইলিয়ামে (Fort William)

প্রতিদিন বিভিন্ন বক্তব্যে জ্বলছে ভারত-বাংলাদেশ সম্পর্কের বারুদ। সেই আবহে সোমবার বিজয় দিবস (Vijay Diwas)। ভারতের তরফে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই আগ্রহী ভারত। তারই প্রতিফলন সোমবারের ফোর্ট উইলিয়ামের (Fort William) বিজয় দিবস পালনের অনুষ্ঠানে।

প্রতিবছরের মতোই বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে (Fort William) পালিত হল বিজয় দিবস (Vijay Diwas)। এমনকি প্রথা মেনে ভারতের আমন্ত্রণে সেই উৎসবের অংশ নিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও। এক্ষেত্রে সম্পর্কে কোন তিক্ততা আনেননি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস (Mohammed Yunus)। ফলে ভারতের আমন্ত্রণে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধি সোমবারের ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

পাক সেনার (Pakistan Army) আত্মসমর্পণের দিনটিকে প্রতিবছর ধুমধামের সঙ্গে পালন করা হয় ফোর্ট উইলিয়ামে (Fort William)। ভারতের তিন সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে যোগ দেন। যোগ দেন বাংলাদেশ সেনা কর্তারাও। সোমবার এই অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হয়। বিশেষ সেনা কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের প্রতিনিধিদের দাবি, বাংলাদেশে এই অশান্ত পরিবেশ কাম্য নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতকে নিজেদের সুহৃদ বলেই মনে করে।