বর্ডার-গাভাস্কর ট্রফি, গাব্বায় ধুঁকছে ভারত, ব্যাট হাতে ব্যর্থ বিরাট-যশস্বীরা

গাব্বায় প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখালেন অজি ক্রিকেটাররা।

বর্ডার-গাভাস্কর ট্রফি তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত। প্রথম ইনিংসে অস্ত্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের রান চার উইকেট ৫১। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থরা। তবে এদিন রোহিত শর্মাদের ত্রাতা হয়ে উঠল বৃষ্টি। দ্বিতীয় সেশন থেকে দফায় দফায় বৃষ্টি আসে ব্রিসবেনে। ফলে অধিকাংশ সময়েই বন্ধ থাকে খেলা। শেষমেশ বৃষ্টি থামলেও খারাপ আলোর জন্য ম্যাচ শুরু করার যায়নি । অবশেষে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। দিনের শেষে ৩৯৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

গাব্বায় প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখালেন অজি ক্রিকেটাররা। প্রথম ইনিংসে তুলল ৪৪৫ রান। স্টিভ স্মিথ, ট্রাভিস হেডেদের পর বড় রান করলেন অ্যালেক্স কেরি। ৭০ রান করেন তিনি। ভারতের হয়ে ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। ১ টি করে উইকেট নেন আকাশ দীপ এবং নীতীশ রেড্ডি। উইকেট পাননি রবীন্দ্র জাদেজার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৪ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১ রানে আউট হন শুভমন গিল । ৩ উইকেট নেন বিরাট কোহলি। ৯ রান করেন ঋষভ পন্থ। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৩৩ রানে অপরাজিত রাহুল। রানের খাতা হলেননি রোহিত। অজিদের হয়ে ২ উইকেট মিচেল স্টার্ক। ১ টি করে উইকেট নেন জস হ্যাজলউড এবং প্যাট কামিন্স।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস