Sunday, January 11, 2026

মেলেনি প্রমাণ, আন্দোলনের চাপেই গ্রেফতার অভিজিৎ-সন্দীপ! দাবি কল্যাণের

Date:

Share post:

প্রমাণের অভাবে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। ফলস্বরূপ জামিন পেয়েছেন এই দু’জন। এবার এই নিয়েই মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আন্দোলনকারীদের চাপে প্রমাণ না থাকা সত্ত্বেও এই দু’জনকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন বাধ্য হয়ে তাঁদের ছেড়ে দিয়েছে। তৃণমূল সাংসদ বলেন, সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে কোনও তথ্যসিবিআই প্রমাণ ছাড়াই আন্দোলনের চাপে গ্রেফতার করেছিল সিবিআই। যখন সন্দীপ ঘোষ আর ওসিকে গ্রেফতার করল তখন তাঁদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এসেছিল। এমনকী সুপ্রিম কোর্টে গিয়েও সেকথা বলেছিল। সিবিআই ৯০ দিনের মধ্যে কোনও প্রমাণ দেখাতে পারল না। ৯০ দিনের মধ্যে যদি চার্জশিট জমা দিতে না পারে স্বাভাবিকভাবেই জামিন পাবে। এটা হল আইনের কথা।

সাংসদ আরও বলেন, আমি আগেই বলেছি ক্রিমনাল কেসে কে অভিযুক্ত হবে, কার বিরুদ্ধে চার্জশিট হবে, কার বিরুদ্ধে কনভিকশন হবে সেটা আমার অনুমানের উপর নির্ভর করে না। এর জন্য সাক্ষ্যপ্রমাণ চাই। কিন্তু আজ যে জিনিসটা দেখা যাচ্ছে, সিবিআই যে গ্রেফতার করেছিল তা সাক্ষ্যপ্রমাণ ছাড়াই করেছিল। যাঁরা আন্দোলন করেছিলেন ডাক্তাররা, তাঁদের চাপেই এটা করেছে। এখন যদি দেখা যায় সিবিআই সত্যি সত্যি ওদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারে তাহলে ৯০ দিনের আটকে রাখাটা তো বেআইনি হয়ে গেল।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, এটা কাদের জন্য হল? এটা কারা চাপ দিয়ে করাচ্ছে? থ্রেট কালচার কারা করছে সেটাই এখন দেখার। আন্দোলনের নাম থ্রেট দেওয়া চলছে। তাঁর কথায়, আন্দোলন করে কিছু হয় না। যাঁরা নেমেছেন তাঁদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আন্দোলন থেকে সরে আসুন, তথ্যপ্রমাণ যা আছে সিবিআইয়ের হাতে তুলে দিন।

আরও পড়ুন- পছন্দের শহর কলকাতায় এআই প্রযুক্তি ব্যবহারে জোর নারায়ণ মূর্তির

_

_

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...