Saturday, November 15, 2025

রাজ্যে কোন কোন বিজেপি নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পান? সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে মিথ্যাচার কেন্দ্রের

Date:

আবারও নির্লজ্জ মিথ্যাচার করল মোদি সরকার! এবার তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে শুধু তথ্য গোপন করা নয়, সম্পূর্ণ মিথ্যা বলে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদানের ইস্যুটিকে চাপানো হল রাজ্য সরকারের উপরে৷

বাংলায় কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্রীয় নিরাপত্তা বলয় প্রদান করা হয়েছে ? এই নিরাপত্তার খরচ কে বহন করছে ? লোকসভায় লিখিত প্রশ্ন করে কেন্দ্রীয় সরকারের থেকে এর উত্তর জানতে চেয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়৷ এই প্রশ্নের উত্তরেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিত্যানন্দ রাই পুরো তথ্য চেপে গিয়েছেন৷ কোন কোন রাজনৈতিক নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে, তার তালিকা তিনি দেননি৷ একইসঙ্গে জানাননি এই নিরাপত্তা প্রদানের খরচ কে, কিভাবে বহন করছে৷ শুধু তাই নয়, উল্টে নিত্যানন্দ রাই দাবি করেছেন রাজ্য সরকারের অনুরোধে রাজনৈতিক ব্যক্তিত্বদের কেন্দ্রীয় নিরাপত্তা বলয় প্রদান করা হয়ে থাকে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রীর এই উত্তরকে হাতিয়ার করেই মোদি সরকারকে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মালা রায়৷ তাঁর প্রশ্ন, এই ভাবে রোজ রোজ কিভাবে মিথ্যাচার করে মোদি সরকার ? বাংলায় যত্র তত্র বিজেপির চুনোপুটি নেতারাও কেন্দ্রীয় নিরাপত্তা বলয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, রোজই দেখছি আমরা৷ এদের নিরাপত্তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনুরোধ করছে ? সাধারণ মানুষ এই মিথ্যে ধরতে পারবে না, এতটা মুর্খ বাংলার জনগণকে ভাবা ঠিক নয়৷

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট কতজন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী মোতায়েন আছে, তার হিসেবও চেয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায়৷ সরকার সেই প্রশ্নের উত্তরও চেপে গিয়েছে৷ এই ভাবে দেশের গণতন্ত্রের সর্বোচ্চ স্তরে সংসদীয় কক্ষে দাঁড়িয়ে যেভাবে জনপ্রতিনিধি সাংসদদের প্রশ্নের উত্তর চেপে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেই বিষয়ে নিজের ক্ষোভ জানিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখবেন বলেও জানান তৃণমূল সাংসদ মালা রায়৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, দিনের পর দিন এই ভাবে সত্য চেপে রাখার অধিকার নেই কোনও সরকারের৷ এরা যা করছে, তার পরে দেশের আমজনতার ভরসা উঠে যাবে সংসদীয় গণতন্ত্রের উপর থেকে৷ আমরা রাজ্যের জনতার প্রতিনিধি৷ জনত জানতে চাইতেই পারে কেন্দ্রীয় বাহিনীর হিসেব নিকেষ৷ আমরা তাদের সত্য জানাতে বাধ্য৷

আরও পড়ুন- গাব্বায় ব্যাট হাতে সফল রাহুল, ম্যাচ শেষে ফাঁস করলেন সাফল্যের রহস্য

_

_

_

_

_

_

_

_

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version