Monday, December 1, 2025

১৯ ডিসেম্বর কলকাতায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শহরে শীতের উৎসব শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আগামী বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কলকাতার বড়দিন উৎসবের (Christmas Carnival) সূচনা হতে চলেছে। ঐদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করবেন বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের (Government of West Bengal) বাৎসরিক এই অনুষ্ঠান এবার ১৪তম বছরে পদার্পণ করতে চলেছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা ঢেলে সাজানো হচ্ছে। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকাও আলো দিয়ে সাজানো হবে। ক্যামাক স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত আলোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত নিয়মিত সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুধুমাত্র ২৪ ও ২৫ ডিসেম্বর দর্শনার্থীদের জন্য অ্যালেন পার্ক বন্ধ থাকবে। আগামী ২৬ ডিসেম্বর অ্যালেন পার্কে আয়োজন করা হয়েছে সঙ্গীতানুষ্ঠানের। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পর থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। তবে এর পাশাপাশি সেজে উঠবে বো ব্যারাক। কলকাতার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর, কৃষ্ণনগড়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও বিধাননগরেও ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। যিশু উৎসবের সূচনার প্রহর গুনছে মহানগরী।

spot_img

Related articles

অতি সঙ্কটজনক খালেদা জিয়া! দ্রুত আরোগ্য কামনায় দোয়া BNP-র

“বেগম জিয়া এখনও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশু যে অবস্থায় ছিলেন, আজও...

সোনালি ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন ৬ জনের

জুন পেরিয়ে জুলাই। জুলাই থেকে একে একে পেরিয়ে গেল নভেম্বরও। আজও দেশে ফিরতে পারলেন না বেআইনিভাবে বাংলাদেশের পাঠিয়ে...

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার...

বিশ্ব এইডস্ দিবসে সচেতনতার বার্তা দিতে বিবেকের পক্ষ থেকে আলোচনা সভা

বিশ্ব এইডস্ (AIDS) দিবস উপলক্ষে বিবেকের পক্ষ থেকে জয়হিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন। মানুষের স্বার্থে দীর্ঘ ২৭ বছর...