Monday, November 3, 2025

১৯ ডিসেম্বর কলকাতায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

শহরে শীতের উৎসব শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আগামী বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কলকাতার বড়দিন উৎসবের (Christmas Carnival) সূচনা হতে চলেছে। ঐদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করবেন বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের (Government of West Bengal) বাৎসরিক এই অনুষ্ঠান এবার ১৪তম বছরে পদার্পণ করতে চলেছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা ঢেলে সাজানো হচ্ছে। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকাও আলো দিয়ে সাজানো হবে। ক্যামাক স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত আলোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত নিয়মিত সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুধুমাত্র ২৪ ও ২৫ ডিসেম্বর দর্শনার্থীদের জন্য অ্যালেন পার্ক বন্ধ থাকবে। আগামী ২৬ ডিসেম্বর অ্যালেন পার্কে আয়োজন করা হয়েছে সঙ্গীতানুষ্ঠানের। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পর থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। তবে এর পাশাপাশি সেজে উঠবে বো ব্যারাক। কলকাতার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর, কৃষ্ণনগড়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও বিধাননগরেও ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। যিশু উৎসবের সূচনার প্রহর গুনছে মহানগরী।

Related articles

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...

কলকাতা লিগে গড়াপেটা কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা

কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার কালো ছায়া। চলতি মরশুমে কলকাতা লিগ(CFL 2025) চলাকালীন ম্যাচ গড়াপেটার বিতর্ক তৈরি হয়। এই...

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই...

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...
Exit mobile version