শ্লীলতাহানির অভিযোগে তন্ময়কে শর্তসাপেক্ষ জামিন দিল হাই কোর্ট, নিয়মিত থানায় হাজিরার নির্দেশ

দল সাসপেনশন তুলে নেওয়ার কয়েকদিন পরেই ফের স্বস্তি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। এক মহিলা সাংবাদিককে হেনস্থা মামলায় মঙ্গলবার তাঁকে জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। জামিনের শর্ত হিসেবে তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) থানায় নিয়মিত হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ১০ হাজার টাকার বন্ডে এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। তদন্তে সহযোগিতার পাশাপাশি, অভিযোগকারিণীর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না তন্ময়- শর্ত আদালতের।

আরও খবর: আরজি করের ঘটনার প্রতিবাদের নামে বারাসত কলেজে তাণ্ডব SFI-এর

২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভ করে CPIM নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড (Suspend) করে দল। গঠিত হয় তদন্ত কমিটি। বরানগর থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য অনেকবারই থানায় হাজিরা দিতে হয় তন্ময়কে। সেই মামলায় এদিন এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। ১০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ওই মহিলা সাংবাদিকের সঙ্গে তিনি কোনও যোগাযোগ রাখতে পারবেন না বলেও জানানো হয়। ফলে হেনস্থা মামলায় আদালত থেকেও সাময়িক স্বস্তি পেলেন সিপিএমের বর্ষীয়ান বাম নেতা।

কমরেড তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) ক্লিনচিট দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটও। সাসপেনশন প্রত্যাহার করে CPIM। শনিবার উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই খবর জানিয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। কিন্তু এবিষয়ে কোনও প্রেস বিবৃতি দেয়নি আলিমুদ্দিন স্ট্রিট।