Wednesday, November 12, 2025

দীর্ঘ জটিলতার পর শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র

Date:

দীর্ঘ জটিলতার পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরার পরই তাকে গ্রেফতার দেখানো হয় এবং আদালতে তার গ্রেফতারের নথি পেশ করে সিবিআই।জানা গিয়েছে, তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। তবে তার আইনজীবী এই গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছেন।সুজয়কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন ধরে অর্থ কেলেঙ্কারি মামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাকে নিয়ে বিতর্ক শুরু থেকেই। তদন্তকারীদের দাবি, বিভিন্ন বেআইনি লেনদেন এবং অর্থ পাচারের মামলায় তার নাম উঠে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম জড়িয়েছে।

প্রসঙ্গত, সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত না থাকলেও, ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন সুজয়কৃষ্ণ। জেল হাসপাতালের বিছানা থেকে লাল কম্বল গায়ে, মাথায় মাফলার জড়িয়ে ভার্চুয়াল হাজিরা দেন তিনি।আসলে নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাকে গ্রেফতার করেছিল। সম্প্রতি ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। এরই মধ্যে সিবিআই তাকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করে। এই অবস্থায় নতুন করে গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। সোমবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version