Friday, August 29, 2025

কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কলকাতায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম

Date:

Share post:

কোয়ান্টাম কম্পিউটিং এবং উদ্ভাবন সম্পর্কিত আন্তর্জাতিক সিম্পোজিয়াম (ISQCI) হল।  কোয়ান্টাম কম্পিউটিংয়ে সর্বশেষ অগ্রগতিগুলি সম্পর্কে জানতে সাহায্য করবে এই সিম্পোজিয়াম ।প্রখ্যাত গবেষক, বিজ্ঞানীরা এই বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন৷ কলকাতায় মঙ্গলবার দুদিনের এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে। C-DAC কলকাতা, C-DAC পাটনা, C-DAC উত্তর-পূর্ব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এর আয়োজন করেছে। এই বছর, সিম্পোজিয়ামটি কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম অ্যালগরিদম এবং অ্যাপ্লিকেশন, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম সেন্সিং এবং কোয়ান্টাম এআই সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।

এই ইভেন্টটির বিশিষ্ট বক্তাদের মধ্যে আছেন বিজ্ঞানী সুনিতা ভার্মা,  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, সি-ড্যাক কলকাতার পরিচালক ড. সিএইচ এএস মূর্তি, সি-ড্যাক পাটনার পরিচালক আদিত্য কুমার সিনহা এবং সি-ড্যাক শিলচরের পরিচালক জিতেশ চৌধুরী। এরই পাশাপাশি এই ইভেন্টে বিশিষ্ট কোয়ান্টাম বিজ্ঞানী অধ্যাপক অরুণ কুমার পতি, আইবিএম-এর ড. এল ভেঙ্কটা সুব্রামনিয়াম, আইআইটি দিল্লির ড. জয়ী ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্লান চক্রবর্তী; সেন্টার ফর কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজিসের অধ্যাপক প্রশান্ত কে. পানিগ্রাহি সহ আরও অনেকে অংশ নেন। তাদের আলোচনায় কোয়ান্টাম অ্যালগরিদম, সেন্সিং, ক্রিপ্টোগ্রাফি এবং এআই-এর মতো অত্যাধুনিক বিষয়গুলি উঠে এসেছে।বিশেষজ্ঞরা কোয়ান্টাম গবেষণা এবং এর ব্যবহারিক শিল্পে কার্যকর করা নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।কোয়ান্টাম প্রযুক্তির বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞানী সিএইচ এএস মূর্তি বলেন, মানুষের অগ্রগতির একটি নতুন যুগের সূচনা হয়েছে এর মাধ্যমে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভাস্কর গুপ্ত বলেন, সুপার কম্পিউটার বিকাশে এটি সাহায্য করছে। C-DAC ক্রমাগতভাবে আধুনিক গবেষণা চালিয়া যাচ্ছে। কোয়ান্টাম অ্যালগরিদম, ক্রিপ্টোগ্রাফি এবং সেন্সিং একটি নতুন প্রযুক্তিগত যুগের সূচনা করেছে। সি-ড্যাক পাটনার ডিরেক্টর আদিত্য কুমার সিনহা   যোগ করেছেন, কোয়ান্টাম কম্পিউটিং এক শতাব্দীরও বেশি সময় ধরে বিস্তৃত।আজ, আমরা দেখছি ১৯৮০ সালে প্রবর্তিত কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি থেকে কোয়ান্টাম ইন্টারনেট, এআই, এবং সাম্প্রতিক অগ্রগতি।মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং ভারতের মতো দেশগুলিকে সক্রিয়ভাবে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করছে কোয়ান্টাম কম্পিউটিং।

দ্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (C-DAC) হল ভারতের একটি প্রধান গবেষণা ও উন্নয়ন সংস্থা, যা উচ্চমানের কম্পিউটিং, ডিজিটাল প্রযুক্তি এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির অগ্রগতিতে সাহায্য করে। C-DAC জাতীয় কম্পিউটিং পরিকাঠামোর উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে । বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের  উদ্যোগগুলিকে কার্যকর করতে সাহায্য করে।সি-ড্যাক একাডেমিক প্রতিষ্ঠান, শিল্প এবং সরকারি সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে গবেষণাকে এগিয়ে নিয়ে যায় এবং উন্নত প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ করতে সাহায্য করে।

 

 

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...