Thursday, August 28, 2025

নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানি শেষ। কিন্তু রায়দান হল না মঙ্গলেও। এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ পার্থ-সহ পাঁচ অভিযুক্তের জামিন মামলার রায়দান স্থগিত রেখেছে। শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা একমত হতে পারেননি বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগ নিয়ে সিবিআইয়ের (CBI) করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ-সহ ৯ অভিযুক্ত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের জামিন মঞ্জুর করেছিলেন বটে। কিন্তু বিচারপতি অপূর্ব সিং এই সিদ্ধান্তে সহমত পোষণ করতে পারেননি। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হার জামিনে জটিলতা তৈরি হয়। মামলা যায় তৃতীয় বেঞ্চে। বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে মঙ্গলবার মামলার শুনানি শেষ হয়েছে বলে খবর মিলেছে।

সিবিআইয়ের পক্ষে মামলাটির সওয়াল করেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। অভিযুক্তদের প্রভাবশালী তকমার বিষয়টিকে এদিন খুব একটা গুরুত্ব দিতে চায়নি আদালত। উল্টে বিচারপতি চক্রবর্তী জানতে চান, প্রায় আড়াই বছর জেলবন্দি থাকার পরেও কেন অভিযুক্তদের হেফাজতে প্রয়োজন সিবিআইয়ের? পাশাপাশি ট্রায়ালের সঙ্গে যে জামিনের কোনও সম্পর্ক নেই তাও স্পষ্ট করে দেন বিচারপতি। কবে রায়দান হবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

Related articles

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...
Exit mobile version