Friday, November 14, 2025

তৈরি DPR, মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করবে রাজ্যই: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

১০০দিনের টাকা, আবাস যোজনার মতো মুড়িগঙ্গার উপর সেতু তৈরির টাকা দেয়নি কেন্দ্র। জাতীয় মেলা হিসেবে ঘোষণাও করা হয়নি। এই পরিস্থিতি ত্রাতা সেই মুখ্যমন্ত্রী। এবার মুড়িগঙ্গার উপর সেতু বানাবে রাজ্য সরকার। মঙ্গলবার, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, DPR তৈরি। আগামী ৪ বছরের মধ্যে শেষ হবে কাজ। সেতুর নামকরণ করেন ‘গঙ্গাসাগর মেলা সেতু’। গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন (Nabanna) সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে প্রশাসনিক আধিকারিকরা। শুরুতেই মুড়িগঙ্গার সেতুর বিষয় নিয়ে আলোচনা করেন মমতা। জানান, ‘গঙ্গাসাগর মেলা সেতু’ তৈরি হয়ে গেলে মেলায় পৌঁছনো সহজ হবে। সেতুটি তৈরি হতে বছর চারেক সময় লাগবে। ৫ কিমি লম্বা এই সেতু চার লেনের হবে। খরচ ১৫০০ কোটি টাকা। এর পুরোটাই দেবে রাজ্য। ইতিমধ্যে ডিপিআর হয়েছে। এই সেতুর কাজ হয়ে গেলে তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয়দের সবারই সুবিধা হবে। এদিনের বৈঠক থেকে ফের কেন্দ্রের বঞ্চনার বিষয় সরব হন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, বারবার আবেদন সত্ত্বেও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করেনি মোদি সরকার। ফলে মেলার সমস্ত খরচ বহন করে রাজ্য। কেন্দ্রের তরফে কোনও সহায়তা মেলে না।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version