Friday, August 22, 2025

দেশের ২০ শতাংশ বাড়িতে পৌঁছয়নি জল, অভিষেকের প্রশ্নে বে-আব্রু বিজেপি-রাজ্যের ব্যর্থতা

Date:

কেন্দ্রের তথ্যই বলছে বিগত শোচনীয় ব্যর্থ মোদি সরকার। ২০১৯-এ জল জীবন মিশন প্রকল্প ঘোষণা করে ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ বছরে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। কিন্তু পাঁচ বছর শেষে দেখা যাচ্ছে, ২০ শতাংশ বাড়িতে এখনও নলবাহিত পানীয় জল পৌঁছয়নি। বিজেপিশাসিত রাজ্যগুলিই এই প্রকল্পে পিছিয়ে রয়েছে।

ডাবলইঞ্জিন সত্ত্বেও বিজেপি-রাজ্যগুলি প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে পারেনি নলবাহিত পানীয় জল।২০২৪-এর শেষে কেন্দ্রের তথ্যেই উঠে এসেছে সেই সত্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক যে নথি সামনে এনেছে, তাতে দেখা যাচ্ছে দেশের ৭৯ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছেছে। তথ্য বলছে, দেশের চার কোটির বেশি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছয়নি। সেইসব পরিবার এখনও পানীয় জলের জন্য ভরসা করে হস্তচালিত টিউবওয়েলের উপর।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন কেন জল জীবন মিশন প্রকল্পে নলবাহিত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে বিলম্ব, কী তার কারণ? কোনও বিশদ ব্যাখ্যা দিতে পারেনি কেন্দ্র। রাজ্য সরকারগুলির কোর্টে বল ঠেলেই দায় সেরেছে মোদি সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রকল্পের পরিকল্পনা, নকশা তৈরি থেকে শুরু করে বাস্তবায়নের কাজ রাজ্য সরকারই করে। কেন্দ্রের তরফে ‘অপারেশনাল গাইডলাইন’ দেওয়া হয়েছে। কিন্তু বহু রাজ্যই সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছে না। তাই পাঁচ বছরে খুব বেশি এগোয়নি প্রকল্প রূপায়ণের কাজ।
কেন্দ্রের পেশ করা তথ্যই বলছে, ২০১৯ সালে জল জীবন মিশন প্রকল্প শুরু হওয়ার আগে দেশের ১৭ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল।

গত পাঁচ বছরে ৬২ শতাংশ বাড়িতে নলবাহিত জল পৌঁছেছে। এখনও ২০ শতাংশের বেশি বাড়িতে নলবাহিত জল পৌঁছয়নি। বিজেপিশাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিশা, ছত্তিশগড় তাৎপর্যপূর্ণভাবে পিছিয়ে রয়েছে এই তলিকায়। রাজস্থানে ৪৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৩৩ শতাংশ, ওডিশায় ২৪ শতাংশ, ছত্তিসগড়ে ২০ শতাংশ বাড়িতে এখনও নলবাহিত জল পৌঁছয়নি। কেন্দ্রের তথ্যই বলছে, গোয়া, হিমাচলপ্রদেশ, পাঞ্জাবের মতো তুলনায় ছোটো রাজ্যগুলি একশো শতাংশ গ্রামীণ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পেরেছে।

এ বিষয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন রাজ্যর জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী পুলক রায়। তিনি বলেন, কেন্দ্র শুধু প্রকল্প ঘোষণা করেই দায় সেরেছে। কিন্তু প্রকল্প রূপায়ণের জন্য জলের উৎস খোঁজা, জমি জোগাড় করা, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, রক্ষণাবেক্ষণ— সবই করতে হয় রাজ্য সরকারকে। প্রকল্পের ৫০ শতাংশ ব্যয়ও রাজ্য সরকার বহন করে। কেন্দ্র কিছুই করে না, শুধু প্রকল্প রূপায়ণে বিলম্বের জন্য রাজ্যকে দায়ী করে।

 

 

 

 

 

 

 

 

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version