Tuesday, December 16, 2025

সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল অয়ন শীলের

Date:

কলকাতা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত অয়ন শীল (Ayon Shil)। তিনি এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এবার জামিনের (Bail) জন্য কলকাতা হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছেন।

অয়ন শীল (Ayon Shil) তার মামলার শুনানি এবং জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে পিটিশন দাখিল করেছেন। তিনি দাবি করেছেন যে, এই মামলায় জামিন পাওয়ার জন্য তিনি যোগ্য। ৪৫০ পাতার পিটিশন ফাইল করে অয়ন শীল বলেছেন, তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন এবং তাই জামিন পেতে পারেন। আদালত সূত্রে জানা গিয়েছে যে, এই মামলার শুনানি আগামী বুধবার, ১৮ ডিসেম্বর হতে পারে।

প্রসঙ্গত , ইডি ২০২৩ সালে তাকে গ্রেফতার করে এবং পরে কলকাতা হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে। তবে সিবিআইয়ের মামলার কারণে তিনি জেলে বন্দি আছেন। সিবিআই তাকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

কলকাতা হাই কোর্টে (High Court) জামিনের আবেদন করার আগে অয়ন জানিয়েছেন, তিনি সিবিআইয়ের মামলায়ও জামিন চান। তার মতে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরই তিনি জেল থেকে মুক্তি পাবেন।

অয়নের আইনজীবী আদালতে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেগুলি উত্থাপন করার আগে জামিন দেওয়া উচিত।তবে সিবিআই এবং ইডি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, অয়নের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধে যথাযথ তদন্ত চলছে। এই মামলায় জামিন দেওয়া হলে তদন্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে ।

 

Related articles

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...

এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

বাংলাদেশের (Bangladesh) ৫৪তম স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর (Army) পূর্বাঞ্চলীয় সদর কলকাতায় পালিত হল হিসেবে। মঙ্গলবার সেখানে বিশেষ যৌথ অনুষ্ঠানের...
Exit mobile version