Tuesday, November 4, 2025

চাপের মুখে নির্বাচনের প্রতিশ্রুতি ইউনূস সরকারের, আগেই বাংলাদেশে জঙ্গিমুক্তি

Date:

জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Mohammed Yunus)। তবে সে নির্বাচন প্রক্রিয়াকে যে যেন তেন প্রকারে বিলম্বিত করতে চাইছে বাংলাদেশ তার নজির রাখলেন প্রেস সচিব (press officer) শফিকুল আলম। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তড়িঘড়ি বাংলাদেশে মুক্তি পাচ্ছে তাবড় জঙ্গি নেতারা।

ভারতের স্বাধীনতার ইতিহাসে চট্টগ্রাম যেমন অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাস বহন করে, বাংলাদেশে সেরকমই চট্টগ্রামকে (Chittagon) বারবার ব্যবহার করা হয়েছে ভারতের সেভেন সিস্টার্সে (Seven Sisters) অস্ত্র পাচারের পথ হিসাবে। ভারতের জঙ্গিগোষ্ঠী আলফার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Jiya) মন্ত্রীদের অস্ত্র পাচার নিয়ে যে সরাসরি যোগ ছিল তা প্রমাণ হয়েছিল ২০০৪ সালে। দশ ট্রাক বোঝাই অস্ত্র আটক করেছিল বাংলাদেশ নিরাপত্তা রক্ষীরা। গ্রেফতার হয়েছিলেন খালেদা সরকারের মন্ত্রিসহ ১৪ জন। হাসিনা সরকারের আমলে তাদের সবার এবং আলফা জঙ্গি নেতা পরেশ বড়ুয়া (Paresh Barua) ফাঁসির সাজা হয়েছিল। ইউনূস সরকারের আমলে সেই সাজাতেই পালাবদল।

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে একাধিক রাজনৈতিক নেতা ভারতের সেভেন সিস্টার্সের (Seven Sisters) দিকে নজর দিয়েছেন, ছিনিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। বাংলাদেশ হাইকোর্টের রায়ে কার্যত তারই প্রতিচ্ছবি। অভিযুক্ত বাংলাদেশের ১৪ জনের মধ্যে প্রাক্তন মন্ত্রীসহ ছয়জনের শাস্তি মকুব হয়েছে। অন্য ছয়জনের ফাঁসির সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। আলফা নেতা পরেশের ফাঁসি বদলে গিয়ে হয়েছে যাবজ্জীবন কারাদন্ড।

যে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশে জেল থেকে বেরিয়ে এসেছে কুখ্যাত দুষ্কৃতীরা, সেই অরাজক পরিস্থিতি যে ইউনূস সরকার আরো কিছুদিন চালিয়ে নিয়ে যেতে চাইছে তা স্পষ্ট প্রেস সচিব শফিকুল আলমের দাবিতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও তা সম্পূর্ণ হতে অন্তত জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের নাগরিকদের।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version