Sunday, May 4, 2025

বাংলা এখন শিল্পের জন্য আদর্শ: Infosys-এর নয়া ক্যাম্পাসের উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থানের সুযোগ

Date:

Share post:

নতুন বছরের আগেই বাংলার তরুণ-তরুণীদের জন্য সুখবর। নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের (Infosys) নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ। বুধবার, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যও আজকের দিনটি ঐতিহাসিক।

তৃতীয় দফায় রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর থেকেই বাংলায় বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন মমতা। বাংলায় বিনিয়োগ টানতে বিশাল মাপে হচ্ছে বাণিজ্য সম্মেলন- BGBS। এবার রাজ্যে Infosys-এর দ্বিতীয় ক্যাম্পাস হল নিউটাউনে। ১৭ একর জমির উপর গড়ে ওঠা এই দ্বিতীয় ক্যাম্পাসে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে। রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তথ্য প্রযুক্তি সংস্থাটি বড় পরিবর্তন নিয়ে আসবে। উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান “বাংলা এখন শিল্পের জন্য আদর্শ জায়গা। একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়েছে এবং আগামী দিনেও তৈরির জন্য ইচ্ছে প্রকাশ করেছে। একাধিক তথ্য প্রযুক্তি সংস্থাও এই তালিকায় রয়েছে। আমরা ইউএসএ-র মত এখানে ২ হাজার একর জমির ওপর সিলিকন ভ্যালি তৈরি করেছি। ৭ হাজার কোটি টাকার লগ্নি হয়েছে সেখানে। ২৫ হাজার আইটি জব তৈরি হয়েছে। ২৮ টি কোম্পানি ইতিমধ্যে সেখানে কাজ শুরু করেছে। আরও ৪০টি কোম্পানি কাজ শুরু করেছে। ১১টি কোম্পানি কাজ তৈরির আগ্রহ প্রকাশ করেছে। তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য অত্যাধুনিক ইন্টারনেটের ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় শিল্পের ক্ষেত্রে এই মুহূর্তে অনুকুল পরিকাঠামো রয়েছে। দক্ষ এবং অভিজ্ঞ কর্মীও আছে। শিল্পের জন্য সরকার ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছে। যখন রাজ্যের ক্ষমতায় এসেছিলাম তখন কোনও সুযোগ ছিল না। কিন্তু এখন সেই সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের।“

বাম আমলের লোর্ডশেডিং-এর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আগে বাংলায় গড়ে ২৩ ঘণ্টা লোডশেডিং হত। এখন আর লোডশেডিং হয় না। এটাও বাংলায় শিল্পের অনুকুল পরিবেশ তৈরির অন্যতম কারণ। দেওচা পচামিতে কাজ শুরু হলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুৎ ঘাটতির কোনও সম্ভাবনা নেই।

আগের কর্মনাশা ধর্মঘটের প্রসঙ্গ তুলে মমতা বলেন “ধর্মঘটের ফলে ৩৬৫ দিনের মধ্যে অন্তত ৩০০ দিন নষ্ট হত। কিন্তু শেষ ১৩ বছরে ১ দিনও কর্মদিবসও নষ্ট হয়নি। এর কৃতিত্ব জনগণের। রাজ্যে এই মুহূর্তে ২ হাজার২০০টি তথ্যপ্রযুক্তি সংস্থা কাজ করছে। আগামী দিনে আরও একাধিক সংস্থা বাংলায় শিল্প তৈরির ইচ্ছে প্রকাশ করেছে। রাজ্যের জিডিপির গ্রোথও বৃদ্ধি পেয়েছে।“

ইনফোসিসের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বাংলার জন্য নতুন ইতিহাস তৈরি করল। ওদের দেখে বাকিরাও বাংলায় আসার জন্য উৎসাহ পাবে। ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলন রয়েছে। সব দেশের শিল্পপতি ও প্রতিনিধিদের বলব, আসুন দেখে যান, বাংলার শিল্পের পরিবেশ।“

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...