Friday, November 28, 2025

কেন দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন ইউনুসের প্রথম স্ত্রী?

Date:

Share post:

শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার জয়ী বা বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা হিসাবে মহম্মদ ইউনুসের পরিচিতি নয়।বর্তমানে বাংলাদেশের দায়িত্ব তার কাঁধে।স্বাভাবিকভাবেই তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল সাধারণ মানুষের মধ্যে।সম্প্রতি  অভিযোগ ওঠে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন তার কন্যা মনিকা ইউনুস। যদিও তার সত্যতা পাওয়া যায়নি।এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা। মহম্মদ ইউনুসের প্রথম স্ত্রীকে নিয়ে নানান কৌতূহল তৈরি হয়।

শোনা যায়, ইউনুসের নাকি একাধিক বান্ধবী রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব পেতেই তাদেরকেও তিনি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। মহম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফোরেস্তেনকো। ১৯৬৭ সালে আমেরিকার ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়ে তার আলাপ হয় রাশিয়ান এই তরুণীর সঙ্গে। কিছুদিনের মধ্যেই প্রেম, আর তার তিন বছর পর ১৯৭০ সালে বিয়ে করেন তারা। ১৯৭২ সালে বাংলাদেশে আসেন দম্পতি। ১৯৭৭ সালে তাদের কন্যাসন্তান মনিকার জন্ম হয়। এরপরই সম্পর্ক তলানিতে পৌঁছায়। তিন মাসের কন্যা সন্তানকে নিয়ে আমেরিকার নিউ জার্সি চলে যান ভেরা।জনশ্রুতি রাশিয়ার তাবড় তাবড় উদ্যোগপতিদোর সঙ্গে যোগ ছিল ইউনুসের প্রথম স্ত্রীর। বাংলাদেশে মহম্মদ ইউনূসের বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সাহায্য আসত রাশিয়া থেকে। প্রথম স্ত্রী ভেরাই নাকি এই ফান্ড জোগাড় করে দিতেন।

ছোটবেলা থেকে বাবাকে দেখেন নি ইউনুস কন্যা।কিন্তু ২০০৪ সালে মনিকা নিজেই মহম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন। ২০০৫ সালে বাবার সঙ্গে দেখা করতে বাংলাদেশেও আসেন।বাবা নোবেলজয়ী হলেও মনিকা নিজের পরিচয় গড়েছেন নিজের প্রতিভা ও দক্ষতাতেই। পেশায় অপেরা শিল্পী মনিকা। নিউইয়র্কের একাধিক নামী গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি।প্রথম স্ত্রী সঙ্গে বিচ্ছেদের তিন বছর পরই ইউনুসের সম্পর্ক গড়ে ওঠে আফরোজির সঙ্গে। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন তিনি। ইউনুসের সঙ্গে বিয়ের পরে তিনি বাংলাদেশে এসে কাজ শুরু করেন।

এমনও শোনা যায়, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির সঙ্গে একবার দেখা করার জন্য উঠেপড়ে লাগেন পৃথিবীর তাবৎ ধনী রাষ্ট্রনেতা। অথচ সেই লিওনেল মেসি একবার লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন প্রফেসর ড. ইউনুসের সঙ্গে ছবি তোলার জন্য।  মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে ইউনুসকে সঙ্গে নিয়ে পুরো সিলিকন ভ্যালি ঘুরিয়ে দেখিয়েছিলেন।

 

 

spot_img

Related articles

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...