Sunday, November 16, 2025

রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির অভিযোগ একটা গেম প্ল্যান, তোপ শোভনদেবের

Date:

রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ ভবনে এক সাংসদকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রতাপ চন্দ্র সারাঙ্গি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের পোড় খাওয়া নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ করলেই যে সেটা সত্য হয়ে গেল তা কিন্তু নয়।মানুষ এত বোকা নয়।এখন সংসদের সরাসরি সম্প্রচার হয় টিভিতে। এখন সারা দেশের মানুষ সংসদের সব দেখতে পায়। তাই আমার মনে হয়, এই অভিযোগ ভিত্তিহীন।এটা মেনে নেওয়া যায় না যে রাহুল গান্ধী এমন মারপিট করবেন, যে একজনকে হাসপাতালে যেতে হয়, আর একজনকে আইসিসিইউতে পাঠাতে হয়। এগুলো এক ধরনের গেম প্ল্যান। যেখানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সেখানে এরকম হওয়ার সম্ভাবনা নেই। রাহুল গান্ধী একা দুজনকে মেরে হাসপাতাল পাঠিয়ে দিলেন, এটা বাস্তবের সঙ্গে মেলে না।

প্রসঙ্গত, রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে পালটা অভিযোগ করেন, তাকে এবং অন্যান্য কংগ্রেস সাংসদদের বিজেপি সাংসদরা আটকাচ্ছিলেন। এই আবহে মল্লিকার্জুন খাড়গেকে বিজেপি সাংসদরা ধাক্কা দেন বলে পাল্টা অভিযোগ রাহুলের। ঘটনার সূত্রপাত আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যকে ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সংসদ। এই আবেহে সংসদের বাইরে এবং ভিতরে সরব হন বিরোধীরা। অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। এহেন পরিস্থিতিতে সংসদের প্রবেশদ্বারে সাংসদদের ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে।

 

 

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version