Monday, August 25, 2025

শর্তসাপেক্ষে মেট্রো চ্যানেলে চিকিৎসকদের ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্টের

Date:

চিকিৎসকদের ধর্নার অনুমতি দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্ত দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ধর্মতলার মেট্রো চ্যানেলেই ধর্না দিতে পারবেন চিকিৎসকেরা। ধর্নার অনুমতি দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে (Joint Platform of Doctors)। আদালত জানিয়েছে, ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে অন্তত ৫০ ফুট ছেড়ে ধর্নায় (sit in demonstration) বসতে পারবেন চিকিৎসকেরা। কিন্তু একসঙ্গে ২০০-২৫০ জনের বেশি সেখানে জমায়েত করতে পারবেন না। ধর্না চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

আদালত বৃহস্পতিবারই মৌখিক ভাবে (verbally) ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিয়ে দিয়েছিল। উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি ছিল। শুক্রবার আদালত জানিয়েছে, ধর্না চলাকালীন ২০০-২৫০ জনের বেশি লোকের জমায়েত হয়ে গেলে পুলিশের (Kolkata Police) সঙ্গে আলোচনা করতে হবে চিকিৎসকদের। ধর্নামঞ্চ থেকে কোনও অবমাননাকর মন্তব্য (derogatory comments) করা যাবে না। উৎসবের মরশুম চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন কিছু করা যাবে না।

বৃহস্পতিবার আদালত মৌখিক ভাবে ধর্নার অনুমতি দিলেও শুক্রবার সকালে ফের আপত্তি তোলে রাজ্য। ফলে ধর্না নিয়ে জটিলতা তৈরি হয়। রাজ্যের সাফ কথা, ২৪ এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধর্মতলা এলাকায় ভিড় থাকে। তার মাঝে মেট্রো চ্যানেলে (Metro Channel) চিকিৎসকরা ধর্নায় বসলে সমস্যা হবে। বিকল্প হিসাবে রাজ্য ওয়াই চ্যানেলে (Y Channel) ধর্নার প্রস্তাব দিয়েছিল।

যদিও বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, গতকাল কর্মসূচির মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। কর্মসূচির জন্য চিকিৎসকরা মানসিক প্রস্তুতি নিয়েছেন। এই অবস্থায় রাজ্যের আপত্তি করা ঠিক নয়। সাত ফুট উঁচু গার্ডরেল করে দিন। তার মধ্যে সকলে থাকবেন। বাইরের কাউকে সেখানে থাকার অনুমতি দেওয়া হবে না। ২৪ এবং ২৫ তারিখ বাইরের কাউকে ধর্নাস্থলে যেতে নিষেধ করা হোক, এমন নির্দেশও দিয়েছেন বিচারপতি।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version