Saturday, November 1, 2025

বিরোধীদের প্রবল প্রতিরোধে শেষ সংসদের শীতকালীন অধিবেশন, গঠিত নতুন জেপিসি

Date:

Share post:

বিরোধী স্বর শক্তিশালী হলে যে কোনওভাবেই গণতন্ত্র বিরোধী কার্যকলাপ দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারবে না কেন্দ্রের স্বৈরতন্ত্রী বিজেপি সরকার, তার প্রমাণ রাখল সংসদের শীতকালীন অধিবেশন (winter session)। ঘটনাবহুল সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের শুক্রবারই ছিল শেষ দিন। শেষদিনেও বিরোধী সাংসদদের কণ্ঠস্বরকে দমন করতে মুলতুবি করে দেওয়া হল সংসদের দুই কক্ষই। তা সত্ত্বেও সংসদে আলোচনা হওয়া বিলগুলি নিয়ে আলোচনার জন্য তৈরি হল নতুন যৌথ সংসদীয় কমিটি (JPC)।

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) পরে একাধিক কারণে গুরুত্বপূর্ণ ছিল শীতকালীন অধিবেশন। কেন্দ্রের তরফে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশের সম্ভাবনা যেমন ছিল, তেমনই পুরোনো একাধিক বিল পাশেরও সম্ভাবনা ছিল। লোকসভা নির্বাচনের আগে স্বৈরতান্ত্রিক মোদি সরকার বিরোধী সাংসদদের একধার থেকে সাসপেন্ড করে দিয়ে একাধিক বিল পাশ থেকে আইন প্রণয়ন পর্যন্ত করেছে। তবে এবার আর সেটা সম্ভব হয়নি। যদিও বিরোধীদের প্রবল বিরোধিতার মধ্যেই পাশ হয়েছে রেল বোর্ডের স্বাধীনতা সংক্রান্ত বিল (Railway amendment bill), বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত সংশোধনী বিল (Disaster management bill) ও ব্যাঙ্কিং ব্যবস্থা সংশোধনী বিল (Banking amendment bill)। রেল বোর্ডের সংশধনী বিলের মধ্যে দিয়ে রেলের যাবতীয় আইন তৈরিতে এবার থেকে সম্পূর্ণ অধিকার থাকছে রেলবোর্ডেরই। ফলে সেই আইনকে কেন্দ্র নিজেদের সপক্ষে যেমন তেমনভাবে ব্যবহার করতে সক্ষম হবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অন্য়দিকে, বিপর্যয় মোকাবিল সংশোধনের বিরোধিতা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেছিলেন, এতে রাজ্য পুলিশের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়ে যায় এই বিলগুলি।

তবে এই অধিবেশনের অন্য়তম গুরুত্বপূর্ণ ‘এক দেশ এক ভোট’ (ONOE) বিল পাশ করা সম্ভব হয়নি সংসদের কোনও কক্ষেই বিজেপির পক্ষে। আর তাতে স্পষ্ট হয়ে যায় সংসদে আদৌ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই মোদি সরকারের। সেই সঙ্গে বিরোধীদের চাপের মুখে সংবিধানের ৭৫তম বর্ষ উদযাপনে সংসদের দুই কক্ষে সংবিধান নিয়ে আলোচনায় রাজি হন বিজেপি সাংসদরাও। সেই সঙ্গে এই অধিবেশনেই ওয়াকফ সংশধনী বিল (WAQF amendment bill) পেশের দাবি করলেও বিরোধীদের চাপে তা পিছিয়ে দেওয়া হয়। জেপিসির (JPC) অনুমোদন ছাড়া বিল সংসদে উত্থাপিত হবে না বলেও সিদ্ধান্ত হয়। যদিও কংগ্রেসের দাবি মেনে আদানি ইস্যুতে আলোচনা করতে মুখ লোকায় বিজেপি সরকার।

শীতকালীন অধিবেশনে (winter session) বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার পর্দাও ফাঁস হয়ে যায়। খাদ্য সুরক্ষা (food security), ফসলবিমা যোজনায় (crop insurance) বাংলাকে বঞ্চনা ও গোটা দেশে কেন্দ্রের সাইবার ক্রাইম আইনের অন্তঃসারশূন্যতার পর্দাফাঁস হয় তৃণমূল সাংসদদের প্রশ্নে। তবে সংসদে পেশ হওয়া বিলগুলি নিয়ে আলোচনা ও মতামতের জন্য নতুন জয়েন্ট পার্লামেন্টরি কমিটি গঠিত হয়। লোকসভা থেকে ২৭ সাংসদ ও রাজ্যসভা থেকে ১২ সাংসদকে এই কমিটির জন্য মনোনিত করা হয়। এই অধিবেশনেই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হয় বিরোধীদের তরফে, যার পথ দেখান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধেও আনা হয় অনাস্থা।

spot_img

Related articles

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...

সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা! জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নাকি বাংলার প্রশাসনই বাধা। একের পর এক জনসভা থেকে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

সৌদি আরবে পুলিশের 'ভুলে' প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শনিবার বিসিসিআইয়ের(BCCI) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা...