‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে কৃষকের আঁধার ঘরে আলো জ্বলেছে, এবার শিক্ষার আলো জ্বলল পড়ুয়ার জীবনে। ফের কথা রাখলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishke Banerjee)। তাঁকে ফোন করেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ হল দীপককুমার রায়ের (Dipakkumar Ray)।
‘Ek Daake Abhishek’ proves its commitment again!
Deepak Kumar Ray, who was at risk of losing his https://t.co/jK9cQLxcIx admission at Calcutta University due to strict deadlines, had his issue resolved.
Kudos to Shri @abhishekaitc for ensuring no student is left unheard! pic.twitter.com/XdNBnnQwJ5
— Ek Daake Abhishek (@EkDaakeAbhishek) December 20, 2024
‘এক ডাকে অভিষেক’-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে (X Handle) শুক্রবার একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই ওই পড়ুয়াকে বলতে শোনা যায়, তিনি উমেশচন্দ্র কলেজের ছাত্র। এদিন পরীক্ষার রেজাল্ট আনতে যেতে দেরি হয়ে যায় দীপকের। ফলে রেজাল্ট মেলেনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে সেই রেজাল্ট এদিনই জমা না দিলে এম কম-এ ভর্তি হতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে ছাত্র সংসদের দ্বারস্থ হন দীপক। কিন্তু তারা কোনও উপায় করতে পারেনি। কলেজের প্রিন্সিপলকেও ফোন করেন। কিন্তু তিনিও পথ দেখাতে পারেননি পড়ুয়াকে।
তুমুল সংকটে দিশা না পেয়ে শেষে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেন দীপক। আর সেখানেই কেল্লাফতে। ঘণ্টা তিনেকের মধ্যে হাতে রেজাল্ট পান তিনি। আর ভর্তি হতে পারেন বাণিজ্য বিভাগের স্নাতকোত্তরে। এর জন্য অভিষেককে (Abhishke Banerjee) অকুণ্ঠ ধন্যবাদ জানান ওই ছাত্র।
–
–
–
–
–
–
–
–